ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম
আবারও আলোচনায় দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তবে অভিনয়ের কারণে নয়, শ্রীলঙ্কায় ঘুরতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করেন শবনম ফারিয়া। শেয়ার করা ছবিতে দেখা যায়, কালো টি-শার্ট ও হাফ প্যান্ট পরে মিষ্টি হাসি নিয়ে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। এই ছবি শেয়ারের পরেই তীব্র কটাক্ষ ও সমালোচনার শিকার হন ফারিয়া। পোস্ট করার পর মুহূর্তেই কমেন্ট বক্সে শুরু হয়ে যায় আলোচনা-সমালোচনার ঝড়।
কমেন্ট বক্সে কামরুল ইসলাম নামের একজন মন্তব্য করেছেন–”বুঝতে হবে হাজী পরিবারের মেয়ে”। খলিলুর রহমান নামের আরেকজন লিখেছেন–”বিদেশে গেলেই কাপড়ের অভাব হয়”। অন্য একজন লিখেছেন, ‘আপা দেখি হাফ প্যান্ট পরে।’ রবিন আহমেদ নামের এক নেটিজেনের ভাষ্য, ” কাপড় যত ছোট, লাইক-কমেন্ট তত বেশি”। সাইদুর রহমান নামে একজন লিখেন–”হাফপ্যান্ট পড়ে হানিমুনে উত্তাপ ছড়াচ্ছে শবনম ফারিয়া”
এই ছবিতে দুই দিনেই রিঅ্যাক্ট পড়েছে ৬১ হাজার, শেয়ার ছাড়িয়েছে আড়াইশো আর মন্তব্য পড়েছে ৬ হাজারের বেশি। এসব মন্তব্যের মধ্যে অসংখ্য মন্তব্যই নারী বিদ্বেষী ও অবমাননামূলক।
শবনম ফারিয়া ও বিয়ে
অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার বর তানজিম তৈয়বের সঙ্গেই মধুচন্দ্রিমায় যান শ্রীলঙ্কায়।
এর আগে ২০১৫ সালে হারুন-অর-রশীদ অপুর সঙ্গে পরিচয়ের পর শবনম ফারিয়ার তৈরি হয় ভালো বন্ধুত্ব। পরে সেই সম্পর্ক বন্ধুত্বের সীমানা পেরিয়ে বিয়েতে রূপ নেয়। ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। তবে সেই বিয়ের সম্পর্ক ২০২০ সালের ডিসেম্বরে এসে ভেঙে যায়। এরপর অপু বিয়ে করলেও দীর্ঘদীন একা ছিলেন ফারিয়া।
শবনম ফারিয়া এবছরের ১৮ সেপ্টেম্বর দ্বিতীয়বার বিয়ে করেন। রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই অভিনেত্রী। এসময় তার ঘনিষ্ঠ বন্ধু ও নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন। তার বর তানজিম তৈয়ব বেসরকারি ব্যাংক কর্মকর্তা। চলতি বছরের শেষে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন বলে জানিয়েছেন ফারিয়া।