Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ‘নবীন-প্রবীণ নাট্যমেলা’

শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে
বাতিঘরের ‘প্যারাবোলা’ নাটকের দৃশ্য। ছবি সংগৃহীত

শিল্পকলা একাডেমিতে নাট্যমেলা

আজ রবিবার শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ‘নবীন–প্রবীণ নাট্যমেলা’। নাট্যতীর্থের আয়োজনে সন্ধ্যা সাতটায় ‘কণ্ঠনালীতে সূর্য’ নাটক দিয়ে এ আয়োজনের শুরু হবে। আয়োজনটি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় আয়োজিত হচ্ছে। এই নাট্যমেলা চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।

শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে
‘জুলিয়াস সিজার’ নাটকের একটি দৃশ্য। ছবি: নাট্যতীর্থের সৌজন্যে

নাটক মঞ্চস্থ হবে প্রতিদিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। জানা গেছে, এবার দেশের নবীন ও প্রবীণ নির্দেশকদের মোট আটটি নাট্য প্রযোজনা প্রদর্শিত হবে। সমকালীন ও ক্ল্যাসিক ধারার নাটকের সমন্বয়ে নাটকগুলো উপস্থাপিত হবে প্রত্যাশা আয়োজকদের।

এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে ২০ ডিসেম্বর রাষ্ট্রীয় শোক পালন করা হয়। এ কারণে ১৯ ডিসেম্বর থেকে সাময়িকভাবে শিল্পকলা একাডেমির সব আয়োজন স্থগিত করা হয়েছিল। পরে শোক পালন শেষে পূর্বনির্ধারিত অনুষ্ঠান ও প্রদর্শনী নিয়মিতভাবে চলার কথা জানায় একাডেমি।

শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে
‘কণ্ঠনালীতে সূর্য’ নাটকের পোস্টার | ছবি: দীপক কুমার গোস্বামী

শোকের পর শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে নাটক

আজ অনুষ্ঠিত হতে যাওয়া ‘কণ্ঠনালীতে সূর্য’ নাটকটি রচনা করেছেন কবি ও নাট্যকার মোহিত চট্টোপাধ্যায়। এটি তার প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক। নাটকটি সাত বছর আগে নাট্যদল তীরন্দাজ রেপার্টরি ঢাকার মঞ্চে উপস্থাপনের সময়ে দর্শক ও সমালোচকদের দৃষ্টি কাড়ে। দীর্ঘ বিরতির পর আবার মঞ্চে ফিরেছে নাটকটি। ‘কণ্ঠনালীতে সূর্য’ তীরন্দাজের ষষ্ঠ প্রযোজনা। নির্দেশনা দিয়েছেন দীপক সুমন। মঞ্চসজ্জা ও আলোক পরিকল্পনা করেছেন ফয়েজ জহির। ‘আগন্তুক’ চরিত্রে অভিনয় করবেন দীপক সুমন, ‘চিকিৎসক’ চরিত্রে আহসানুল ইসলাম ও মিলু চরিত্রে তনুশ্রী কারকুন।

নাটকটির কাহিনি গড়ে উঠেছে এক পৌরাণিক ঘটনাকে কেন্দ্র করে। একদিন এক আগন্তুক এক চিকিৎসালয়ে এসে জানায়, তার কণ্ঠনালিতে সূর্য আটকে গেছে। বহুদিন ধরে সে সেই সূর্য বহন করছে। সূর্যটি বের করে ফেলবে, নাকি চিরকালের জন্য হৃৎপিণ্ডে রেখে দেবে—এই সিদ্ধান্তের জন্যই তার আগমন। এই অদ্ভুত দাবিকে ঘিরে চিকিৎসালয়ে উপস্থিত চরিত্রদের মধ্যে তৈরি হয় হাসি–তামাশা, প্রশ্ন ও দ্বন্দ্ব, যার ভেতর দিয়েই নাটকটি এগিয়ে যায়।

নাট্যমেলায় ২২ ডিসেম্বর মঞ্চস্থ হবে আরহাম আলো নির্দেশিত বহুবচনের প্রযোজনা ‘অনিকেত সন্ধ্যা’। ২৩ ডিসেম্বর মঞ্চে আসবে তপন হাফিজ নির্দেশিত নাট্যতীর্থের ‘জুলিয়াস সিজার’। ২৪ ডিসেম্বর প্রদর্শিত হবে গোলাম সরোয়ার নির্দেশিত ঢাকা থিয়েটার মঞ্চের প্রযোজনা ঘর জামাই।

শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে
দীপক কুমার গোস্বামী | ছবি: ফেসবুক

২৫ ডিসেম্বর মঞ্চস্থ হবে সুদীপ চক্রবর্তী নির্দেশিত পদাতিক নাট্য সংসদের (টিএসসি) প্রযোজনা ‘আলিবাবা এবং চল্লিশ চোর’। একই দিন বিকেল চারটায় জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে অনুষ্ঠিত হবে ‘প্রবীণের ঐতিহ্যালোকে নবীনের শিল্পযাত্রা’ শীর্ষক সেমিনার।

নাট্যমেলার সমাপনী অনুষ্ঠান ২৬ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে। সমাপনী দিন থাকবে আরণ্যকের আলোচিত নাটক ‘রাঢ়াঙ’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ওসমান হাদির মৃত্যুতে তারকাদের শোক

হাদির মৃত্যুতে স্তব্ধ সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি মারা গেছেন। বৃহস্পতিবার…

মেহজাবীনের বিরুদ্ধে মামলার শুনানি পেছাল

মামলার বিষয়ে জবাব দাখিলের সময় ১২ জানুয়ারি অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে মামলার শুনানি পেছাল ।  আগামী ১২…
মেহজাবীনের বিরুদ্ধে মামলার শুনানি পেছাল

মডেল মেঘনা আলম ঢাকা-৮ এর প্রার্থী হচ্ছেন

মডেল মেঘনা আলম নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা হিসাব। এরই মধ্যে ভিন্ন এক ঘোষণায় আলোচনায় এলেন মডেল…
মডেল মেঘনা আলম ঢাকা-৮ এর প্রার্থী

বাংলাদেশি শিল্পীদের ভূয়সী প্রশংসায় কলকাতার সোহিনী

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার বাংলাদেশেও ব্যাপক…
বাংলাদেশি শিল্পীদের ভূয়সী প্রশংসায়
0
Share