সাবেক প্রধানমন্ত্রীর বিদেহী আত্মার শান্তি কামনা
খালেদা জিয়ার মৃত্যু তে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে তিন দিন বন্ধ থাকবে শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান । মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিল্পকলা জানায়, “রাষ্ট্রীয় শোক ঘোষণার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের এই চিরস্মরণীয় রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়াণে শিল্পকলা একাডেমির সকল অনুষ্ঠান ২রা জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। তেসরা জানুয়ারি থেকে সকল কর্মসূচি চালু থাকবে।”
একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ সাবেক প্রধানমন্ত্রীর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। শোকসন্তপ্ত পরিবার, পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

এরশাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৮৩ সালে খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত হয় ৭ দলীয় ঐক্যজোট। সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। জনগণের অধিকার রক্ষার প্রশ্নে অনড় থাকার কারণে ১৯৮৬ সালের জাতীয় নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ক্ষমতার লোভের কাছে নতি স্বীকার না করে জাতির কাছে দেওয়া অঙ্গীকার রক্ষা করায় খালেদা জিয়া ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি লাভ করেন। পরবর্তীতে স্বৈরাচারবিরোধী আন্দোলন আরও জোরদার করতে ১৯৮৭ সাল থেকে তিনি ‘এরশাদ হটাও’ এক দফা আন্দোলনের ডাক দেন, যা গণআন্দোলনে নতুন গতি সঞ্চার করে।
বিএনপির নেতৃত্ব দিয়েছেন ৪১ বছর। তিনি পাঁচবারের সংসদ সদস্য, তিনবারের প্রধানমন্ত্রী, আর বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন দুইবার।
তাঁর মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার তার জানাজার দিনে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।