ধানমন্ডি ৩২- এ জনতার বুলডোজার যাত্রা
জুলাই আন্দোলনে হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে শেখ হাসিনার। সেই মামলার রায় হচ্ছে আজ ১৭ নভেম্বর। এই বিচারকে কেন্দ্র করে বেশকিছু ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বর এলাকার দিকে বুলডোজার নিয়ে রওনা দিয়েছিলেন। ধানমন্ডি ৩২-এ জনতার বুলডোজার যাত্রায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের ক্ষোভ প্রকাশ। তার ফেসবুক পোস্ট ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নিজের পোস্টে শাওন লেখেন, মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা যতোই করা হোক, সত্যের প্রতি ভয় কেউ লুকোতে পারে না। তার ভাষায়, “মনের ভয়-ই আসল ভয় বুঝেছিস গাধার দল! বারবার ভেঙে, বারেবারে আগুন দিয়েও তোদের ভয় যায়নি… এই ভাঙা বাড়ির প্রতিটা ধূলিকণা যে বাংলাদেশের আকাশে বাতাসে মিশে আছে, সেটাকে কিভাবে অস্বীকার করবি রে রাজাকার বাহিনী!”
বুলডোজার যাত্রায় শাওনের ক্ষোভ প্রকাশের এই মন্তব্য নেটিজেনদের নজর কাড়ে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। এর আগে দুপুরে ঢাকার সিটি কলেজের সামনে দিয়ে দুটি বুলডোজার ধানমন্ডি ৩২ এর দিকের সড়কে অগ্রসর হতে দেখা যায়। বুলডোজারের সঙ্গে থাকা একদল লোক জানিয়েছে, বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন এবং তারা সঙ্গী হিসেবেই যাচ্ছিলেন।
ঘটনাটি জনমনে নানা প্রশ্ন তুললেও পুলিশ বলছে, পরিস্থিতি তারা নিয়ন্ত্রণেই রেখেছে। ডিএমপির ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার সিজানুল হক জানিয়েছেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না। পরিস্থিতি যাতে অস্থিতিশীল না হয়, সেদিকে নজর রেখেই তারা মাঠে আছেন।
মেহের আফরোজ শাওন এবারই প্রথম নয়, নানা সময়ে তিনি নানা রাজনৈতিক বিষয় নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আলোচনায় এসেছেন। সম্প্রতি, হুমায়ূন আহমেদের জন্মদিনকে কেন্দ্র করে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়েও স্ট্যাটাস দিয়েছেন তিনি যা মুহুর্তেই আলোচনার জন্ম দেয়।