Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, নভেম্বর ১২, ২০২৫

জানা গেল শাকিল খানের মেয়ের পছন্দের নায়কের নাম

জানা গেল শাকিল খানের মেয়ের পছন্দের নায়কের নাম

‘বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২৫’

একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান। সম্প্রতি শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত ‘বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২৫’ এ বিশেষ সম্মাননা গ্রহণ করেন এ নায়ক। অনুষ্ঠানের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ও তার মেয়ে। সেখানে জানা গেল শাকিল খানের মেয়ের পছন্দের নায়কের নাম ।

 জানা গেল শাকিল খানের মেয়ের পছন্দের নায়কের নাম

অনুষ্ঠানে শাকিল খান উপস্থিত ছিলেন তার কন্যাকে সঙ্গে নিয়ে। এই সময় একটি আবেগঘন মুহূর্তের জন্ম হয় সাংবাদিকদের প্রশ্নে। তারা ছোট্ট মেয়েটিকে জিজ্ঞেস করেন, সে কি বাংলা সিনেমা দেখে? মেয়েটি মিষ্টি হাসিতে জানায়, “হ্যাঁ, দেখি।” এরপর প্রশ্ন আসে ,বাংলা সিনেমার পছন্দের নায়ক কে? কোনো দ্বিধা ছাড়াই সে উত্তর দেয়, “আমার একমাত্র প্রিয় নায়ক বাবা।” উপস্থিত সবাই করতালিতে ফেটে পড়েন, আর শাকিল খানের মুখে ফুটে ওঠে গর্ব ও আনন্দের হাসি।

সাংবাদিকদের প্রশ্নে নিজের ক্যারিয়ার ও বর্তমান সিনেমা নিয়ে খোলামেলা কথা বলেন শাকিল খান। তিনি বলেন,

সিনেমার কারণেই আমি দর্শকদের কাছে এখনো শাকিল খান। কিছু মানুষ আমাকে সেই কারণেই চেনেন। এই ফিল্মকে আমি এখনো ভালোবাসি। আমি এখনো সিনেমা করতে চাই। সিনেমা করবো না, এটা কখনোই বলিনি। তবে সেটা অবশ্যই সুস্থধারার হতে হবে। এখন আমি বলছি না সুস্থ ধারায় সিনেমা হচ্ছে না, ভালো ছবি হচ্ছে। কিন্তু একই প্রযোজকরা খুব বেশি সিনেমা করছেন না।

বর্তমান সময়ের সিনেমা ও ‘সুপারস্টার’ তকমা নিয়ে মত দেন তিনি। শাকিল খান বলেন,

এখন সিনেমা ব্যবসা করলেই সুপার-ডুপার হিট তকমা লেগে যাচ্ছে। এক সিনেমা করেই এখন সুপারস্টার হয়ে যায়। সব সহজ হয়ে যাচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে কাজ করেও কখনো সুপারস্টার শব্দটি শুনতে পাইনি। অথচ ১৯৯৬-এ ‘এই মন তোমাকে দিলাম’ সিনেমাটি ১১টি সিনেমার সঙ্গে মুক্তি পেয়ে তুমুল আলোচনায় আসে, এটি কিন্তু ব্যবসাসফল সিনেমা। আমরা কিন্তু সুপারস্টার হতে পারিনি। দর্শকদের ভালোবাসা পেয়েছি।‘

উল্লেখ্য, শাকিল খান ২০০২ সালে বিয়ে করেন চিত্রনায়িকা জনা কে, তবে ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়। সেই ঘরে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। পরে তিনি বিয়ে করেন শারমিনকে, যিনি একজন নারী উদ্যোক্তা। সেই ঘরেই জন্ম নেয় তার প্রিয় কন্যা, যিনি এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দু।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বাংলাদেশের ‘ঊনাদিত্য’- ৭ম গ্লোবাল তাজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

এআই প্রযুক্তিতে পুনর্জীবন পেল ‘ঊনাদিত্য’ ঢাকাই সিনেমায় লেগেছে প্রযুক্তির ছোঁয়া। প্রায় ১৫ বছর আগে রাজীবুল…
বাংলাদেশের ‘ঊনাদিত্য’

মিস ইউনিভার্সে মিথিলা – ভোট চাইলেন জয়া আহসান ও ফারিয়া

তানজিয়া জামান মিথিলা মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন তানজিয়া জামান মিথিলা। ১২১টি দেশের…
মিস ইউনিভার্সে মিথিলা

দিল্লির বিস্ফোরণে রণবীর সিংয়ের সিনেমা নিয়ে আশংকা

দিল্লি বিস্ফোরণের পর রণবীর সিংয়ের সিনেমা ঘিরে অনিশ্চয়তা ভারতের রাজধানী দিল্লির লালকেল্লার সন্নিকটে ভয়াবহ…
দিল্লির বিস্ফোরণে রণবীর সিংয়ের সিনেমা নিয়ে আশংকা

বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর খবর সত্যি নয়: হেমা মালিনী

গণমাধ্যমের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ গুঞ্জন উঠেছে যে বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মৃত্যুবরণ…
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর খবর সত্যি নয়
0
Share