Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, অক্টোবর ১১, ২০২৫

সোলজার সিনেমায় যুগান্তকারী রূপে ধরা দিলেন শাকিব খান

সোলজার সিনেমায় যুগান্তকারী রূপে ধরা দিলেন শাকিব খান

‘সোলজার’-এর প্রথম টিজার প্রকাশের পর

মেগাস্টার শাকিব খান এর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’-এর প্রথম টিজার প্রকাশের পর এবার এলো ছবিটির আরও একটি ঝলক। নতুন এই লুকে শাকিব খানকে দেখা গেছে একেবারেই নয়া এবং অচেনা এক অবতারে, যা নিয়ে ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে।

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করেন শাকিব খান। ছবিটি দিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন, ইয়োর সোলজার অ্যাট ইওর সার্ভিস- অর্থাৎ, আপনার সৈনিক আপনার সেবায়!

সেই পোস্টারে শাকিবকে দেখা গেছে একজন রহস্যময়-দৃঢ়চেতা পুরুষ হিসেবে। তার ঠোঁটের ওপরে থাকা মোটা গোঁফ এবং চোখে-মুখে এক ধরনের তীক্ষ্ণ অভিব্যক্তি; সব মিলিয়ে লুকটি একদমই চিরচেনা শাকিব খানের থেকে আলাদা।

স্বাভাবিকভাবেই ছবিটি নিয়ে ভক্তদের মাঝে উন্মাদনা ছড়িয়েছে। নতুন এই ঝলকেও তার ব্যতিক্রম ঘটল না। তারকারা থেকে শুরু করে সাধারণ ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

যেমন, অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘দৃঢ় সৌন্দর্য ভাই!’ অভিনেত্রী সাবিলা নূর মন্তব্য করেছেন, ‘ওয়াও! আপনার এবং ‘সোলজার’ টিমের জন্য শুভকামনা।’ আরেক নেটিজেনের মন্তব্য, ‘তাকে রণবীর কাপুরের মতো লাগছে।’

এর আগে প্রকাশ পাওয়া ৩৩ সেকেন্ডের প্রথম ঝলকটিও দর্শকের চোখে পড়তেই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল। দ্বিতীয় লুকেও শাকিব খানকে আর চিরচেনা রূপে দেখা মেলেনি। তার বিশেষ এই লুকও ভক্তদের মন কেড়েছে।

যুগান্তকারী শাকিব খান

এর আগে গণমাধ্যমে শাকিব খান নিজেই চরিত্রটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিলেন, ‘আগ বাড়িয়ে বলতে চাই না যে একদম আলাদা শাকিব খান দেখতে পাবেন আপনারা। তবে এটুকু বলতে পারি, এমন গল্পে আমি আগে কখনও কাজ করিনি।‘ প্রথম ঝলকটি দেখে দর্শকদের মত ছিল— শাকিবের সেই কথাই যেন সত্যি হতে যাচ্ছে!  

‘সোলজার’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এছাড়াও রয়েছেন আরও এক নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমনসহ এক ঝাঁক জনপ্রিয় শিল্পী।

জানা গেছে, সিনেমাটির শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সবকিছু পরিকল্পনামতো চললে ‘সোলজার’ বাংলা চলচ্চিত্রে এক নতুন অধ্যায় সূচনা করতে পারে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বাংলা সিনেমায় চরম দুঃসময়: ১২টি ছবি মুক্তি, কিন্তু হল বন্ধের হিড়িক

বাংলা সিনেমায় চরম দুঃসময় দেশে গত সেপ্টেম্বর মাসে মুক্তি পাওয়া বেশিরভাগ সিনেমাই দর্শক টানতে পারেনি। ‘বাড়ির নাম…
মুক্তি পেল ১২ সিনেমা, বন্ধ হচ্ছে হল

নোবেল ২০২৫ : সাহিত্যে বিজয়ী হলেন লাসজলো ক্রাসনাহোরকাই

হাঙ্গেরিয়ান লেখক লাসজলো ক্রাসনাহোরকাই সাহিত্যে নোবেল ২০২৫ পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসজলো…
নোবেল ২০২৫

শাকিবের সিনেমা আর আগের মতো চলছে না : ইকবালের বিস্ফোরক মন্তব্য

শাকিব খানের সিনেমা নিয়ে বিস্ফোরক মন্তব্য শাকিব খানের সিনেমা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নির্মাতা ও প্রযোজক…
শাকিবের সিনেমা আর আগের মতো চলছে না

ব্যাচেলর পয়েন্ট : নেহালের প্রত্যাবর্তন, শিমুলের অনুপস্থিতি

‘ব্যাচেলর পয়েন্ট’ আবারও ফিরছে জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ আবারও…
ব্যাচেলর পয়েন্ট
0
Share