Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫

তিন দশকে প্রথমবার জাতীয় পুরস্কার জিতলেন শাহরুখ

তিন দশকে প্রথমবার জাতীয় পুরস্কার জিতলো শাহরুখ

বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান

বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে যাচ্ছেন। এই তিন দশকের অভিনয় জীবনে এর আগে কখনোই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি। অবশেষে এ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সম্মানিত হলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। ভারতের অন্যতম সর্বোচ্চ এই সম্মাননাটি তার মুকুটে যোগ করলো এক নতুন পালক। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজ হাতে কিং খানের হাতে সেরা অভিনেতার পুরস্কার তুলে দেন।

শাহরুখ খান

‘কিং অব আর্টস’ শাহরুখ খান

পুরস্কার গ্রহণ করার জন্য শাহরুখকে মঞ্চে ডাকার সময় তাকে ‘কিং অব আর্টস’ বলেও সম্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব সঞ্জয় জাজু।

গত ১ আগস্ট যখন পুরস্কার বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়েছিল, তখন থেকেই এই খবরটি ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। শাহরুখ খান তার ব্লকবাস্টার ছবি ‘জওয়ান’-এর জন্য এই পুরস্কারটি পেয়েছেন। একই বিভাগে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ‘টুয়েলভথ ফেল’ ছবির জন্য জনপ্রিয় অভিনেতা বিক্রান্ত ম্যাসি।  

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’

অন্যদিকে, বাজিমাত করেছেন বলিউডের আরেক লেজেন্ড অভিনেত্রী রানী মুখার্জী। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন শাহরুখের অভিনয় জীবনের অন্যতম সহশিল্পী জনপ্রিয় তারকা রানী মুখার্জি। একই মঞ্চে ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবির দুই তারকাকে একসঙ্গে পুরস্কার পেতে দেখে আবেগে উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন অসংখ্য দর্শক ও ভক্তরা।  

বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান
শাহরুখ খান ও রানী মুখার্জী

শাহরুখের এই পুরস্কার জয়কে তার দীর্ঘ ক্যারিয়ারের এক নতুন মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মাঝে প্রায় ৩৩ বছরের পথচলা, যেখানে তিনি কখনও হয়েছেন ‘রাজ’, কখনও বা ‘রাহুল’, আবার কখনও কাভেরী আম্মার ‘মোহন’। তার এই অভিনয় যাত্রায় সব ছবিই বক্স অফিসে সফল হয়নি। একটা সময় তো তিনি নিজেও হতাশ হয়ে দীর্ঘদিনের বিরতি নিয়েছিলেন।   

শাহরুখের জওয়ান

সেই বিরতিতেই নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন। বয়স ও শারীরিক সীমাবদ্ধতাকে বুড়ো আঙুল দেখিয়ে ফিরেছেন দারুণ সব অ্যাকশন দৃশ্যের মাধ্যমে। ‘পাঠান’, ‘জওয়ান’, এবং ‘ডাঙ্কি’-এর মতো সুপারহিট ছবির মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন কেন তিনি আজও বলিউডের কিং। আর এই ‘জওয়ান’-ই তাকে এনে দিয়েছে স্বপ্নের এই জাতীয় পুরস্কার যা এতোদিন অধরাই ছিলো। এই পুরস্কার প্রাপ্তিতে পরিপূর্ণ হলো শাহরুখ খানের অভিনয় জীবন। তার এই বিজয়ে উচ্ছ্বসিত বলিউড়পাড়া ও অসংখ্য শাহরুখ ভক্ত।

শাহরুখের জওয়ান
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যাটরিনার মা হওয়ার খবরে অক্ষয়ের কৌতুকপূর্ণ পরামর্শ   

ভিন্নভাবে বলিউড তারকা অক্ষয় কুমার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এ নিয়ে বেশ কিছুদিন ধরে…
মা হচ্ছেন ক্যাটরিনা, অক্ষয়ের কৌতুকপূর্ণ পরামর্শ

শাহরুখপুত্র আরিয়ান ও রণবীরের বিরুদ্ধে মামলার নির্দেশ

মামলার মুখে পড়তে যাচ্ছেন বলিউড কিং পুত্র আরিয়ান শাহরুখপুত্র আরিয়ান খানের ক্যারিয়ারের প্রথম কাজ ‘ব্যাডস অফ…
শাহরুখপুত্র আরিয়ান ও রণবীরের বিরুদ্ধে মামলার নির্দেশ

অস্কারের জন্য যে পাঁচটি দেশি সিনেমা জমা পড়েছে

বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম আসন্ন অস্কারের ৯৮তম আসরে বাংলাদেশ থেকে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার…

সালমান মুক্তাদিরের ‘অভদ্র প্রেমে’ পাকিস্তানি নায়িকা   

সালমান মুক্তাদির আবারো আলোচনায় দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির আবারো আলোচনায় এসেছে। তার করা…
সালমান মুক্তাদিরের ‘অভদ্র প্রেমে’ পাকিস্তানি নায়িকা
0
Share