কোন শর্তে ডন-৩ তে ফিরছেন শাহরুখ খান
জনপ্রিয় বলিউড অভিনেতা শাহরুখ খান। ক্যারিয়ারের শেষভাগে এসেও দুর্দান্ত পারফর্ম করছেন বলিউড বাদশাহ। ভারতের জনপ্রিয় ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ঘিরে নতুন করে তৈরি হয়েছে আলোচনা। শুরুতে এই ছবিতে রণবীর সিংয়ের অভিনয়ের কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি সরে দাঁড়ান। এরপরই প্রশ্ন ওঠে, আইকনিক ‘ডন’ চরিত্রে কাকে দেখা যাবে? এমন জল্পনার মধ্যেই শোনা যাচ্ছে, শর্ত সাপেক্ষে ডন হয়ে ফের ফিরছেন শাহরুখ।

তবে, ফিরতে হলে নাকি তিনি নির্মাতাদের কাছে কিছু শর্ত রেখেছেন। এসব শর্ত মানা হলে তবেই ‘ডন থ্রি’-তে শাহরুখের প্রত্যাবর্তন সম্ভব হতে পারে বলে গুঞ্জন চলছে।
দক্ষিণী পরিচালক চান শাহরুখ খান
ভারতীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ‘ডন থ্রি’তে ফিরতে শাহরুখ খানের প্রধান শর্ত, এই প্রজেক্টে একজন দক্ষিণী পরিচালককে যুক্ত করা। ‘জাওয়ান’-এর অভাবনীয় সাফল্যের পর শাহরুখ মনে করছেন, দক্ষিণী নির্মাতা হলে অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিতে নতুন মাত্রা যোগ হবে। গুঞ্জনে জানা যাচ্ছে, পরিচালক হিসেবে তাঁর প্রথম পছন্দ ‘জাওয়ান’খ্যাত অ্যাটলি কুমার। উল্লেখ্য, আগের দুটি ‘ডন’ সিনেমা পরিচালনা করেছিলেন ফারহান আখতার।

গ্যাংস্টার চরিত্রে আপত্তি, ছাড়লেন রণবীর
এর আগে ‘ডন থ্রি’র জন্য রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হলেও এখন শোনা যাচ্ছে, তিনি প্রজেক্টটি থেকে সরে দাঁড়িয়েছেন। ঘনিষ্ঠ সূত্রের মতে, একের পর এক গ্যাংস্টার চরিত্রে অভিনয় করতে না চাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন রণবীর।

কিয়ারা বাদ, কৃতিকে নিয়ে আলোচনা
এদিকে সিনেমাটির মূল নায়িকা হিসেবে কিয়ারা আদভানির নাম শোনা গেলেও তিনিও নাকি ‘ডন থ্রি’ থেকে সরে এসেছেন। জানা গেছে, কিয়ারার পরিবর্তে এখন অভিনেত্রী কৃতি শ্যাননকে নেওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে।