সঞ্জয় দত্ত ও পাপারাজ্জি
বলিউডের তারকাদের নব্বইয়ের দশক থেকেই একেবারে কাছ থেকে দেখে আসছেন বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত পাপারাজ্জি বরিন্দর চাওলা। সম্প্রতি তিনি এলেন এক সাক্ষাৎকারে আর জানালেন সঞ্জয় দত্তকে নিয়ে অনেক অজানা ও রঙিন স্মৃতির খবর। সাথে সঞ্জয় দত্ত পাপারাজ্জিদের জোর করে যা খাওয়াতেন সেকথাও বললেন।
সম্প্রতি দেয়া ওই সাক্ষাৎকারে বরিন্দর জানান, শুটিং চলাকালীন প্রায়ই পাপারাজ্জিদের ডাকতেন সঞ্জয় দত্ত। অনেক সময় শুটের মাঝখানেই তিনি ডেকে নিতেন তাদের আর বলতেন, ‘অ্যাই, এদিকে আয়… তুই কি মদ খাস?’ আমরা বলতাম এখন তো কাজ করছি, তাই মদ-টদ খাব না।
কিন্তু উনি জোর করতেন, ‘আমার মনে হচ্ছে তুই খাস, তোর খেতে ইচ্ছে করছে…’ বাকিরাও তখন ওঁকে সায় দিত। তখন আর উপায় থাকত না।’

সঞ্জয় দত্ত পাপারাজ্জি চাওলার মসিহা হয়ে উঠলেন
বরিন্দর চাওলা আরো বলেন, সঞ্জয় দত্তের তারকা-আভিজাত্য এমন জায়গায় ছিল যে, মদ না খাওয়া লোকজনও শেষ পর্যন্ত তার সঙ্গে বসে পানীয়র গ্লাস তুলতেন।সঞ্জয়ের বাড়ির বাইরেও তারা বসে বসে একসঙ্গে পান করতেন বলে জানান।
তবে সঞ্জয় দত্ত পাপারাজ্জিদের জোর করে মদ খাওয়ানো ছাড়াও, বরিন্দরের জীবনে সঞ্জয় দত্ত মসিয়াহ হয়ে উঠেছিলেন বলেও জানান তিনি। বরিন্দর জানান পেশাগত জীবনের শুরুর দিকে তিনি একটি সেকেন্ড-হ্যান্ড মারুতি জেন কিনেছিলেন। একদিন ফিল্মিস্তানে সঞ্জয় দত্তের শুট কাভার করার পর বেরোতে গিয়ে ভুলবশত তার ভ্যানিটি ভ্যানে ধাক্কা মেরে বসেন বরিন্দর।
বরিন্দর বলেন, ‘সঞ্জয়ের লোকজন সঙ্গে সঙ্গে আমায় ঘিরে ধরে টাকা চাইতে শুরু করল।

তিনি বলেন, ‘যে ক্ষতির কথা বলা হচ্ছিলো তার ধারে-কাছেও আমার গাড়ির দাম নয়। আমি নিশ্চিত ছিলাম, মার খাওয়া শুধু সময়ের অপেক্ষা, ঠিক সেই সময় নিচে নেমে আসেন সঞ্জয় দত্ত। পুরো ঘটনা শুনে তিনি শুধু বলেন, ‘ওকে যেতে দাও।’ বরিন্দরের কথায়, সেই মুহূর্তে উনি আমার কাছে একেবারে মসিহা হয়ে উঠেছিলেন। মানুষ হিসেবে উনি বরাবরই খুব ঠান্ডা। একদম চিল থাকেন!
তবে বর্তমানে সময়টা দারুণ যাচ্ছে সঞ্জয় দত্তের। ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ বক্স অফিসে ঝড় তুলেছে। ছবিটি বিশ্বজুড়ে ১,১০০ কোটি টাকারও বেশি আয় করেছে। বর্তমানে এটি বলিউডের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবি, শীর্ষে রয়েছে কেবল আমির খানের দাঙ্গাল।
‘ধুরন্ধর’-এ সঞ্জয় দত্তের উপস্থিতি ছিল সংক্ষিপ্ত, কিন্তু গুরুত্বপুর্ণ। তবে সিক্যুয়েল ‘ধুরন্ধর ২’-এ তার চরিত্র আরও গুরুত্বপূর্ণ হবে বলেই ইন্ডাস্ট্রি সূত্রের খবর। ছবিটি মুক্তি পাওয়ার কথা ১৯ মার্চ ২০২৬-এ। প্রেক্ষাগৃহ ছাড়াও ধুরন্ধর চলতি মাসের শেষের দিকেই মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে।