৪৬তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো ৪৬তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে অংশ নিয়েছিলো সিনেমা ‘বালুর নগরীতে’। কায়রোতে অ্যাওয়ার্ড জিতলো ‘বালুর নগরীতে’ সিনেমা। সিনেমাটি এই উৎসবে শৈল্পিক অবদানের জন্য হেনরি বারাকাত অ্যাওয়ার্ড জিতেছে।

সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মেহেদী হাসান। সিনেমার অন্যতম অভিনেতা অভিনেতা মোস্তফা মন্ওয়ার।
এই অভিনেতা বলেন,‘আমাদের সিনেমাটি ইতিমধ্যে ৭/৮টির বেশি চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছে। দুই দিন আগেও ক্যামেরাইমেজ উৎসবের খবর দেখলাম। এই মনোনয়নের সঙ্গে কোনো পুরস্কার পাওয়ার খবর পেলে অবশ্যই ভালো লাগে। এটা টিমের জন্য আনন্দের খবর। উৎসবে অংশ নিয়ে পুরস্কার গ্রহণ করতে পারলে ভালো লাগত।’

কার্লোভি ভেরিতে অ্যাওয়ার্ড জিতলো ‘বালুর নগরীতে’ সিনেমা
এর আগে ইউরোপের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব কার্লোভি ভেরিতে গ্র্যান্ড জুরি পুরস্কার জিতেছে ‘বালুর নগরীতে’। এই উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পরে বিশ্বের একাধিক উৎসবে অংশ নেয় সিনেমাটি। সিনেমার অভিনেতা মোস্তফা মন্ওয়ার জানান, এর আগেও বাংলাদেশ থেকে বেশ কয়েকটি সিনেমা এই উৎসবে অংশ নিয়েছে। সেখানে এবার দেশ থেকে প্রতিযোগিতামূলক শাখায় প্রতিযোগিতা করে আমাদের সিনেমাটি। এ শাখার যেকোনো পুরস্কার পাওয়া খুবই গুরুত্বপূর্ণ অর্জন।‘
সিনেমায় প্রধান চরিত্র এমা। এমা চরিত্রে অভিনয় করেছেন ভিক্টোরিয়া চাকমা। গল্পে দেখা যায় বিড়ালের লিটার বক্সের জন্য শহরের বিভিন্ন জায়গা থেকে স্কুটারে বালু সংগ্রহ করেন এমা। বালু সংগ্রহ করতে গিয়ে একদিন একটি আঙুল খুঁজে পান এমা। রহস্যজনকভাবে সামনে আসেন হাসান।
সিনেমায় হাসান চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার। তিনি বালুর প্ল্যান্টে কাজ করেন। সেখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস চুরি করে বাড়িতেই কাচ তৈরির চেষ্টা করতে থাকেন হাসান। তার স্বপ্ন, একদিন তিনি কাচের ফ্যাক্টরির মালিক হবেন, যা শেষ পর্যন্ত তাকে ধ্বংসাত্মক ও উদ্ভট এক পরিকল্পনার দিকে নিয়ে যায়। সিনেমাটির প্রযোজক রুবাইয়াত হোসেন ও আদনান আহমেদ। এ বছর কায়রো উৎসবের প্রতিযোগিতামূলক শাখায় ১৪টি সিনেমা অংশ নেয়। ১০ দিন চলা এই উৎসব শেষ হয় শুক্রবার। সিনেমাটির সিনেমার ইংরেজি টাইটেল ‘স্যান্ড সিটি’।

২০১৬ সালে মেহেদী হাসানের প্রথম স্বল্পদৈর্ঘ্য ‘আই অ্যাম টাইম’ লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের ওপেন ডোরসে প্রদর্শিত হয়। দুই বছর পর ২০১৮ সালে প্রদর্শিত হয় ‘ডেথ অব আ রিডার’। পরে ২০২০ সালে লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের ‘বেস্ট ইন্টারন্যাশনাল শর্টফিল্ম’ বিভাগে প্রতিযোগিতায় নির্বাচিত হয় মেহেদীর ‘দ্য বোরিং ফিল্ম’। ১৬ মিনিটের এই ছবিটির চিত্রনাট্য, পরিচালনা ও সম্পাদনা , সবই করেছেন মেহেদী হাসান।
ব্যাংকক ভিত্তিক বিক্রয় প্রতিষ্ঠান ডাইভারশন বিশ্বব্যাপী ‘স্যান্ড সিটি’ সিনেমাটির স্বত্ব কিনে নিয়েছে। এ প্রতিষ্ঠানই এখন আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাটি বিক্রি করছে।