সালমান শাহর মৃত্যু: স্ত্রী সহ আসামি ১১ জন
মৃত্যুর ২৯ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু এর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মধ্যরাতে রাজধানীর রমনা থানায় মামলা করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। মামলার এজাহারে প্রধান আসামি সামিরা হক। এরপর আছে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজন। মোট অভিযুক্ত ১১ জনের পাশাপাশি উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম।
নিরপেক্ষ তদন্ত করেনি পিবিআই: আইনজীবী
সোমবার চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার আদেশ দেয় আদালত। সেই সঙ্গে মামলাটি তদন্তের জন্য রমনা থানাকে নির্দেশ দেয়া হয়। সালমান শাহের মা নীলা চৌধুরীর আইনজীবী ফারুক আহমেদ জানান, মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত করেনি পিবিআই। এ কারণে ৪ বছর আগে পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনে নারাজি দেন নীলা চৌধুরী।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করেন তার বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী। ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ-‘সিআইডি’। এ প্রতিবেদনে সালমান শাহের মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়।
তবে, সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই ওই প্রতিবেদন মানতে অস্বীকৃতি জানান। দাবি করেন, তার ছেলে সালমান শাহকে হত্যা করা হয়েছে।
সালমান শাহ সাড়ে ৩ বছরে ২৭টি ছবি করেন
সালমান শাহর প্রকৃত নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। ক্যারিয়ারের শুরুতে ছোটপর্দায় ‘আকাশ ছোঁয়া’, ‘দোয়েল’, ‘সব পাখি ঘরে ফেরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’ ও ‘স্বপ্নের পৃথিবী’ সহ একাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। এছাড়াও তিনি বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন।
মৃত্যুর এত বছর পরেও কেন জনপ্রিয় সালমান শাহ
‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে ১৯৯৩ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় সালমান শাহ’র। অন্তরে অন্তরে, সুজন সখি, তুমি আমার, বিক্ষোভ, স্নেহ, স্বপ্নের ঠিকানা, দেনমোহর, আশা ভালোবাসা, মায়ের অধিকার, স্বপ্নের পৃথিবীম জীবন সংসার, সত্যের মৃত্যু নেই, এই ঘর এই সংসার ।
আনন্দ অশ্রু তুমুল জনপ্রিয়তা পায়। সাড়ে তিন বছরের ক্যারিয়ারে, মাত্র ২৭টা ছবি করে সালমান শাহ এমন তাক লাগিয়ে দিলেন যে, এতবছর বাদেও তার বিকল্প কাউকে পাওয়া যায়নি!