শাকিবের সঙ্গে পর্দায় ফিরতে চান অপু
সুযোগ পেলে আবারও ঢালিউডের সুপারস্টার শাকিব খানের সঙ্গে পর্দা ভাগাভাগি করার আগ্রহের কথা জানালেন অপু বিশ্বাস। অভিনেত্রী নিজেই এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। প্রায় দুই বছর পর বড় পর্দায় ফিরছেন তিনি, আর এই প্রত্যাবর্তনকে ঘিরেই নতুন করে আলোচনায় শাকিব-অপু জুটি ।

সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘দুর্বার’ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে কথা বলার সময় শাকিব খানের প্রসঙ্গ উঠে আসে। সেখানেই ভবিষ্যতে তার সঙ্গে আবারও কাজ করার সম্ভাবনা নিয়ে খোলামেলা মন্তব্য করেন অপু বিশ্বাস।
শাকিব-অপুকে নিয়ে ভক্তদের কৌতুহল
ঢালিউড ইন্ডাস্ট্রিতে শাকিব খান ও অপু বিশ্বাস একসঙ্গে অভিনয় করেছেন পঞ্চাশেরও বেশি ছবিতে। এক সময় এই জুটির নামই ছিল দর্শক টানার বড় নিশ্চয়তা, বক্স অফিসে সাফল্য ছিল প্রায় নিশ্চিত। তবে ব্যক্তিগত জীবনের জটিলতা ও দূরত্বের কারণে দীর্ঘ সময় ধরে তাদের একসঙ্গে পর্দায় দেখা যায়নি। ফলে দর্শক-ভক্তদের মনে আজও কৌতূহল রয়ে গেছে এই জনপ্রিয় জুটি কি আবার কখনো একই ছবিতে ফিরবে?

এ প্রসঙ্গে অপু বলেন, “শাকিব খান একজন গ্লোবাল স্টার, সুপারস্টার, মেগাস্টার। তাকে নিয়ে বলার মতো নতুন কোনো ব্যাখ্যা নেই। আমি যেহেতু বিরতি কাটিয়ে আবার কাজে ফিরেছি এবং সবার সহযোগিতা পাচ্ছি, তাই যদি কোনো হৃদয়বান প্রযোজকের কানে বিষয়টি পৌঁছায় এবং তিনি এগিয়ে আসেন, তাহলে দর্শকদের সেই ইচ্ছা পূরণ হতেও পারে।”

শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা স্মরণ করে অপু আরও বলেন, “আমি আর শাকিব মোট ৭২টি সিনেমায় কাজ করেছি। প্রযোজক ও পরিচালকদের সহযোগিতার কারণেই এতগুলো সিনেমা করা সম্ভব হয়েছে।”
অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমা ‘দুর্বার’ পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করছেন আব্দুন নূর সজল। ২০২৬ সালের কোনো বড় উৎসবকে সামনে রেখে সিনেমাটি দেশজুড়ে মুক্তির পরিকল্পনা রয়েছে।