Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫

সাদিয়া আয়মান অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন

সাদিয়া আয়মান

সাদিয়া আয়মান এর সাথে নির্মাতা রেদওয়ান রনির প্রেম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান এর সাথে নির্মাতা রেদওয়ান রনির প্রেম চলছে এমন গুঞ্জন বেশ অনেকদিন ধরেই চলছে। বিষয়টি নিয়ে এতদিন দুজনের কেউই কিছু বলেননি। আয়মান অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন।

সম্প্রতি এক শোতে হাজির হয়েছিলেন সাদিয়া আয়মান। সেখানে তার প্রেমের গুঞ্জনের বিষয়টি নিয়ে কথা বলেন সাদিয়া আয়মান। শোটির ফরম্যাট ছিল মজার , একটি কাচের জার থেকে প্রশ্ন তুলে নিতে হবে, আর তার উত্তর দিতে হবে সঙ্গে সঙ্গে।

সাদিয়া আয়মান

সেখানেই অভিনেত্রীর হাতে উঠে আসে একটি চিরকুট, তাতে লেখা ছিল ‘নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন শোনা যায়। আসলে সাদিয়া এখন কার সঙ্গে প্রেম করছেন?

সাদিয়া আয়মান ও তার প্রেমিক

প্রশ্নটি পড়েই মুচকি হাসলেন সাদিয়া আয়মান। তারপর হালকা লজ্জিত হাসিতে উত্তর দিলেন, যা রটে, তার কিছু হলেও ঘটে। উপস্থাপক আবারও জানতে চান, তাহলে বিষয়টা কতটা সত্যি?

জবাবে সাদিয়া আরও খোলামেলা হয়ে বলেন, আমি ব্লাশ করতেছি—এতেই বোঝা উচিত। এটা তো স্পষ্ট করে বলারও কিছু না, আবার ঢাকঢোল পিটিয়েও বলার কিছু না। যেহেতু মানুষ এটা ভেবে নিয়েছে, সেহেতু তাদের ভাবতেই দেই। এটাই আমার ভালো লাগা।‘

সাদিয়া আয়মান এরপর কিছুটা গম্ভীর হয়ে যোগ করেন, ‘ভবিষ্যতে কী হবে, সেটা আল্লাহ জানেন। উনার হাতেই সবকিছু। আমাদের কাজ শুধু চেষ্টা করা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমি ভালো থাকতে পারি।’

তবে এতদিন পর নিজের প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেও নির্মাতা রেদওয়ান রনি এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

উৎসবে সাদিয়া আয়মান

গত ঈদে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমায় অভিনয় করেছেন সাদিয়া। ছবিটি দর্শকের প্রশংসা পেয়েছে। এমনকি সাদিয়ার চরিত্রও দারুণ সাড়া ফেলেছে। পাশাপাশি ছোট পর্দাতেও তিনি সমানতালে কাজ করে যাচ্ছেন।

সাদিয়া আয়মান এর আসল নাম ফাতেমা তাসনিম সাদিয়া। ইমরাউল রাফাত পরিচালিত ‘টু বি ওয়াইফ’ (২০১৯) নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক করেন সাদিয়া। শিহাব শাহীন পরিচালিত ‘মায়াশালিক’ (২০২২) নাটকের জন্য তিনি সেরা অভিনেত্রীর জন্য পুরস্কার অর্জন করেন। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত কাজলরেখা (২০২৪) চলচ্চিত্রের মাধ্যমে সাদিয়া বড় পর্দায় অভিষিক্ত হন। সিনেমায় আরো ছিলেন অভিনেতা শরীফুল রাজ ও অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

চিকিৎসা ব্যবস্থা নিয়ে ক্ষোভ মৌসুমী হামিদের

মৌসুমী হামিদ চিকিৎসা ব্যবস্থায় আস্থা হারালেন ছোট ও বড় পর্দার আলোচিত অভিনেত্রী মৌসুমী হামিদ।  নাটক, সিনেমা ও…

সালমান শাহ হত্যা মামলা: আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সালমান শাহ হত্যা মামলার তদন্তে নেমেছে পুলিশ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা…

 কোথায়, কেমন আছেন দুনিয়া কাঁপানো ‘ম্যাকগাইভার’ ?

বিটিভির পর্দায় ‘ম্যাকগাইভার’ ১৯৯০ দশকে বাংলাদেশে বিটিভির পর্দায় ‘ম্যাকগাইভার’ সিরিজটা দর্শকদের জন্য ছিল…
কোথায়, কেমন আছেন দুনিয়া কাঁপানো ‘ম্যাকগাইভার’

শাহরুখের জন্মদিন ঘিরে দুই সপ্তাহব্যাপী সিনেমা উৎসব

ভারত জুড়ে চলবে ‘এসআরকে ফিল্ম ফেস্টিভ্যাল’ বলিউড বাদশা শাহরুখ খান আগামী ২ নভেম্বর ৬০ তম জন্মদিন উদযাপন করবেন।…
শাহরুখের জন্মদিন ঘিরে দুই সপ্তাহব্যাপী সিনেমা উৎসব
0
Share