জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও
বলিউড বেশ জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও। অভিনয় ছাড়াও সামাজিক মাধ্যমে প্রায়ই নানা বিষয় নিয়ে সরব থাকতে দেখা যায় তাকে। যেখানে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সিনেমা ও সমাজের কথাও ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন। রাজকুমার রাও এবার ভারত থেকে যৌতুক নির্মূলের আহ্বান জানালেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে আবারো আলোচনায় তিনি। তার ওই পোস্টে ভক্ত-অনুরাগীদের চোখে যেন নতুন করে সমাজ পরিবর্তনের বার্তা এনে দিয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া ভারতের এক তরুণীর মর্মান্তিক ঘটনা সামনে এনে তিনি যৌতুক প্রথা নির্মূলের আহ্বান জানিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, রায়পুরের ২৩ বছর বয়সী মনীষা গোস্বামীর একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেতা। মনীষা তার শ্বশুরবাড়িতে যৌতুকের ভয়াবহ চাপে জর্জরিত হয়ে উঠেছিলেন। সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন।
এক নারীর জীবনের এই মর্মান্তিক পরিণতি ও যন্ত্রণা যেন গভীরভাবে ভাবিয়েছে জনপ্রিয় এই অভিনেতাকে। রাজকুমার রাও তার ইনস্টাগ্রাম স্টোরিতে মনীষার ওই হৃদয়বিদারক ভিডিওটি শেয়ার করেন।
ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। আমাদের দেশ থেকে এই ভয়াবহ যৌতুক প্রথা নির্মূল করার সময় এসেছে। আসুন আমরা একে অন্যকে এই কুপ্রথা এড়িয়ে যেতে এবং যৌতুক চাইলে ‘না’ বলার সাহস দেখাতে অনুপ্রাণিত করি।’
ভিডিওতে মনীষাকে বলতে শোনা গিয়েছিল, ‘আমি আমার ভাইবোনদের মধ্যে বড়। আমার বাবা পরিবারের একমাত্র উপার্জনকারী। আমার শ্বশুরবাড়ির ক্রমাগত হয়রানিতে আমি অতিষ্ঠ এবং ক্লান্ত।’
এই কথাটুকুই মনে দাগ কেটেছে এ অভিনেতার যার ফলশ্রুতিতে যৌতুকের বিরুদ্ধে আওয়াজ তুললেন রাজকুমার রাও।