নায়কের জন্মদিনে নেই কোন বড় আয়োজন
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাক। ২৩ জানুয়ারি খ্যাতিমান এই নায়কের জন্মদিন। বেঁচে থাকলে রাজ্জাকের বয়স হতো ৮৪ বছর। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। সাদাকালো থেকে রঙিন পর্দা দুই সময়েই তার অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। আর বাংলা সিনেমায় তাকে দিয়েছে অনন্য জনপ্রিয়তা।

বিশেষ এই দিনে পরিবারের পক্ষ থেকে বড় কোনো আয়োজন থাকছে না। রাজ্জাকপুত্র সম্রাট জানিয়েছেন, পরিবারের সদস্যরা কেবল নায়করাজের কবর জিয়ারত করবেন। এছাড়া অন্য কোনো অনুষ্ঠান আয়োজনেও তারা আগ্রহী নন।
রাজ্জাকের অভিনয়জীবনের শুরু মঞ্চনাটকে। পরে ১৯৬৪ সালে তিনি সপরিবারে ঢাকায় আসেন। শুরু করেন চলচ্চিত্রে কাজ। নায়ক হিসেবে তার প্রথম ছবি জহির রায়হান পরিচালিত ‘বেহুলা’। এরপর তিন শতাধিক বাংলা ও কয়েকটি উর্দু সিনেমায় অভিনয় করেন।

তিনি শুধু জনপ্রিয় নায়কই ছিলেন না, ছিলেন নায়কদের নায়ক। ষাটের দশক থেকে বহু দশক পর্যন্ত রোমান্টিক, সামাজিক, লোককাহিনী, অ্যাকশন সব ঘরানায় অপ্রতিদ্বন্দ্বী ছিলেন রাজ্জাক। কবরীসহ সময়ের শীর্ষ নায়িকাদের বিপরীতে তিনি সমান বিশ্বাসযোগ্য। এরপর শূন্য হাতে আসা মানুষটি একদিন ঢাকার অভিজাত অঞ্চলে ঘর বাঁধলেন, গড়লেন ‘রাজলক্ষ্মী’ প্রযোজনা।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ৫ বার শ্রেষ্ঠ অভিনেতা হন। সম্প্রতি পেয়েছেন আজীবন সম্মাননাও। নায়ক রাজ্জাক অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও পরিচালক হিসেবেও সফলতা লাভ করেন। কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ ২০১৫ সালে তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেন। ২০১৭ সালের ২১ আগস্ট মৃত্যুবরণ করেন বাংলা সিনেমার এই কিংবদন্তি।