Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬

আজ সন্ধ্যায় জেফার ও রাফসানের বিয়ে

সন্ধ্যায় জেফার ও রাফসানের বিয়ে
জেফার ও রাফসানের কোলাজ ছবি

জেফার ও রাফসানের বিয়ে

জেফার রহমান ও রাফসান সাবাবের প্রেম চলছে এমন খবরে সয়লাব ছিলো নেট দুনিয়া। তবে সেসময়  এই প্রেমের গুঞ্জনকে স্বীকার ও অস্বীকার কিছুই করেননি রাফসান কিংবা জেফার। অবশেষে সেই গুঞ্জনের সত্যতা মিলেছে। আজ সন্ধ্যায় জেফার ও রাফসানের বিয়ে হতে যাচ্ছে । জানা গেছে আজ সকালে ছিলো তাদের গায়ে হলুদ আর সন্ধ্যায় করবেন বিয়ে।      

রাফসান সাবাব | ছবি: তার ফেসবুক

ঘনিষ্ঠজনের থেকে জানা যায়, দীর্ঘদিনের বন্ধুত্ব ও সুসম্পর্ক থেকেই ঘনিষ্ঠতা তৈরি হয়, যা শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্তে গড়িয়েছে। গত বছরের মাঝামাঝি সময়ে থাইল্যান্ডে একসঙ্গে ভ্রমণের সময় তাদের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ছবি নিয়েই প্রেমের গুঞ্জন জোরালো হয়। সে সময় বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে জেফার মন্তব্য করেছিলেন, ব্যক্তিগত জীবন নিয়ে তার বলার কিছু নেই।

জেফার ও রাফসানের প্রেমের সম্পর্ক নিয়ে অনেকদিন ধরেই চলছিল আলোচনা। তবে প্রেমের গুঞ্জন চললেও দুজনই নিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। বিভিন্ন সময়ে এই ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে অনাগ্রহীও ছিলেন জেফার। তবে সব জল্পনার শেষ হতে যাচ্ছে তাদের বিয়ের মাধ্যমে।

সন্ধ্যায় জেফার ও রাফসানের বিয়েতে কারা থাকছেন ?

তাদের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ঢাকার সাভারের আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন সম্পন্ন হবে। অতিথিদের কাছে বিয়ের দাওয়াতও পৌঁছে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে জানতে চাইলে কণ্ঠশিল্পী জেফার রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।

সন্ধ্যায় জেফার ও রাফসানের বিয়ে
জেফার রহমান | ছবি: শিল্পীর ফেসবুক থেকে

রাফসান সাবাব চিকিৎসক সানিয়া এশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। ২০২৩ সালের শেষ দিকে রাফসান তার তিন বছরের দাম্পত্য জীবন থেকে সরে আসেন। বিষয়টি সেসময়য় নিজেই ফেসবুকে জানিয়েছিলেন।

এ নিয়ে তিনি লিখেছিলেন, অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আলাদা হওয়ার পথটিই তখন দুজনের জন্য সম্মানজনক সমাধান বলে মনে হয়েছে। এই বিচ্ছেদের পেছনে জেফারের ভূমিকা আছে বলেও সেসময় আলোচনা উঠেছিলো নেটদুনিয়ায়।

অবশেষে সেই সব গুঞ্জনকে বাস্তব প্রমাণ করে আজ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রাফসান সাবাব ও জেফার রহমান।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

সামীরাসহ ১১ জনের সম্পদ জব্দের আবেদন নথিভুক্ত সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও…
সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

সাদনিমা নজরে পড়ার মতো কিছু করতে পারেননি

সাদনিমা বিনতে নোমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর এসিআই এরোসল-এর একটি বিজ্ঞাপন দিয়ে পর্দায় আসে ছোট্ট একটি মেয়ে।…
নজরে পড়ার মতো কিছু

‘যদি রাত পোহালে শোনা যেত’- গানের গায়ক মারা গেছেন

মলয় কুমার গাঙ্গুলী ‘যদি রাত পোহালে শোনা যেত’- গানের গায়ক মলয় কুমার গাঙ্গুলী মারা গেছেন। তিনি একজন…
‘যদি রাত পোহালে শোনা যেত’
0
Share