অভিনেত্রী রাধিকা আপ্তে
চলচ্চিত্রে সহিংসতা এখন বিনোদন হিসেবে বিক্রি হওয়ায় গভীরভাবে বিরক্ত অভিনেত্রী রাধিকা আপ্তে। সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ‘ধুরন্ধর’ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার মতে সিনেমা এবং স্ট্রিমিং জুড়ে গল্প বলার চেয়ে রক্তারক্তি, হানাহানি দিয়ে দর্শককে শক দেয়া হচ্ছে এবং রক্তপাতের এই ধারা ভালো কিছু হচ্ছে না। রাধিকা আপ্তের ক্ষোভ , সহিংসতাকে বিনোদন হিসেবে দেখানোয় উদ্বিগ্ন অভিনেত্রী। সিনেমা ও স্ট্রিমিংয়ে রক্তপাতের বাড়াবাড়িতে এমন পৃথিবীতে সন্তান বড় করতে চান না তিনি।
এই সব বিষয় সামনে আনায় নেটিজেনদের ট্রলের মুখেও পড়তে হচ্ছে এই অভিনেত্রীকে।

সম্প্রতি হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে রাধিকা আপ্তে ভারতীয় সিনেমা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার প্রশ্ন, শুধুই কি রক্তারক্তি আর হিংসার রমরমা অবস্থাই চলবে ভারতের সিনেমাগুলোতে?
আমি এমন এক পৃথিবীতে সন্তানকে বড় করতে চাই না যেখানে হিংসাত্মক ছবিকে বিনোদন বলে চালানো হয়।
তার মতে, পর্দায় এখন যে মাত্রায় বিস্তারিতভাবে সহিংসতা দেখানো হচ্ছে তা অপ্রয়োজনীয় এবং বিরক্তিকর। তিনি এই বিষয়টিকে সরাসরি বাস্তব জীবনের সাথে মিলাতে বলেন এবং এমন একটি সংস্কৃতিতে সন্তান লালন-পালন করতে চান না বলে জানান।
বর্তমান সিনেমা নিয়ে রাধিকা আপ্তের স্পষ্ট বার্তা
এ নিয়ে রাদিকা আপ্তে বলেন, ‘বর্তমানে বিনোদনের নামে যেভাবে হিংসাকে বিক্রি করা হচ্ছে, তাতে আমি ভীষণ বিরক্ত এবং কথাটা আমাকে খোলাখুলিভাবেই বলতে হচ্ছে যে আমি এমন এক পৃথিবীতে সন্তানকে বড় করতে চাই না যেখানে হিংসাত্মক ছবিকে বিনোদন বলে চালানো হয়।“

সহিংসতার মূল কথাটি তুলে ধরার জন্য আঘাতের পর আঘাতের বিস্তারিত দেখানোর প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “আমি যদি এমন একজন ব্যক্তির গল্প বলতে চাই যে মানুষকে কেটে টুকরো টুকরো করছে, তাহলে আমাকে ওই কাটাকাটি এবং তাদের ভয়াবহতা বিস্তারিত দেখানোর প্রয়োজন নেই, এটাকে গল্প বলা বলে না। আর এই সিনেমাগুলো সমাজে মারাত্মক প্রভাব ফেলছে।‘
এছাড়াও, সিনেমার পর্দায় নারী চরিত্র পরিবেশন নিয়েও কথা বলেছেন রাধিকা। নারীদের কীভাবে চিত্রিত করা হয় সে তিনি বলেন, অভিনেত্রীরা নারীদের অবমাননা করে এমন ভূমিকা গ্রহণ করছেন যা একদমই বিরক্তিকর।
তিনি আরো বলেন “আমি মনে করি আমাদের সম্মিলিতভাবে এগুলি করা বন্ধ করা উচিত। আর্থিক প্রণোদনা দায়িত্বের চেয়ে বেশি গুরুত্বপুর্ণ হওয়া উচিত নয়।“
কথা প্রসঙ্গে ‘ধুরন্ধর’ সিনেমার কথাও উঠে এসেছে রাধিকার কথায়। এতে আপত্তি তোলায় ট্রলের মুখে পড়েছেন রাধিকা। ‘ধুরন্ধর’ নিয়ে অভিনেত্রীর মন্তব্য প্রকাশ্যে আসতেই তাকে হেয় করে নানা ধরনের পোস্ট করা হচ্ছে সামাজিক মাধ্যমে।
রাধিকা আপ্তে এই মুহুর্তে টিসকা চোপড়া পরিচালিত ছবি, সালি মহব্বত,-এ অভিনয় করেছেন যা জি-৫ (ZEE5) এর পর্দায় মুক্তি পাচ্ছে। সিনেমাটি ইতিমধ্যেই আইএফএফআই এবং শিকাগো সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।