এবার কোনো বিতর্ক নেই
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি আবারো এসেছেন আলোচনায়—তবে এবার কোনো বিতর্ক নেই পরিমনি, বরং আলোচনা জন্মদিন ঘিরে এক ভিন্নধর্মী উদযাপনকে কেন্দ্র করে। আগামী ২৪ অক্টোবর তার জন্মদিন হলেও, এবার তার উদযাপন শুরু হয়ে গেছে আগেই। শুক্রবার রাতে এই অভিনেত্রীর ঘনিষ্ঠ এক মেকআপ আর্টিস্ট অর্ক আয়োজন করেন এক বিশেষ সারপ্রাইজ সেলিব্রেশন।
অর্ক ও পরীমনি
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনি লেখেন, “২৪ অক্টোবর আমার বার্থ ডে। গতকাল রাতেই সেলিব্রেট করে ফেললো অর্ক। কারণ আমি এবার জন্মদিনে দেশে থাকছি না।” তিনি আরও জানান, অর্কের সঙ্গে তার পরিচয় কাজের সূত্রে, এবং বর্তমানে তারা একই এলাকায় থাকেন। অর্ক শুধু দক্ষ মেকআপ আর্টিস্টই নয়, বরং দারুণ রান্নাও করেন।
স্ট্যাটাসে পরীমনি লিখেছেন, “দিন দিন ও খুব আহ্লাদি হয়ে যায় আমার কাছে। ভাইয়ের মতো। ওর ছোট ছোট অনেক আবদার থাকে বারমাস আমার কাছে। তেমনি এক আবদারে গতকাল রাতে ওর বাসায় যেতে হয়েছে আমাকে। গিয়ে দেখি এই অবস্থা! আমি এতো খুশি হয়ে গেছি রে অর্ক!”
পরীমনি জানান, এটি তার এবারের জন্মদিনের প্রথম কেক ও প্রথম উদযাপন। অভিনেত্রীর এই আন্তরিক ও পারিবারিক বন্ধনের গল্পটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে অনলাইনে, যা ভক্তদের মাঝে প্রশংসা কুড়িয়েছে।
দেশে না থেকেও আগেভাগে প্রিয়জনদের সঙ্গে জন্মদিন উদযাপন করে পরীমনি যেন জানিয়ে দিলেন—চমকপ্রদ আয়োজন বা গ্ল্যামারের বাইরেও বন্ধুত্ব ও ভালোবাসাই জীবনের আসল উদযাপন।
পরিমনির জন্মদিনের এই বিশেষ উদযাপনে আরো ছিলেন দেশের জনপ্রিয় নির্মাতা ও মিডিয়া ব্যক্তিত্ব চয়নিকা চৌধুরী।