প্রথমবার এক টেকে পূর্ণাঙ্গ গানের শুটিং
নতুন ইতিহাস গড়ল ‘পিনিক’ সিনেমা । একটি গান এক টেকেই শুট করা হয়েছে। ‘আধাচাঁদ’ শিরোনামের রোম্যান্টিক গানটির মাধ্যমেই শেষ হয়েছে সিনেমাটির দৃশ্যধারণ। এই গানে পর্দায় দারুণ রসায়ন তৈরি করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী ও চিত্রনায়ক আদর আজাদ। গানটি সিনেমার গল্পে বিশেষ মাত্রা যোগ করেছে।

নির্বাহী প্রযোজক অভিনেতা শিমুল খান জানান, পরিচালক জাহিদ জুয়েলের সাহসী পরিকল্পনা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। গানটিতে একসঙ্গে পারফর্ম করেছেন শবনম বুবলী ও আদর আজাদ। ঢাকা-কলকাতা দুই বাংলার সিনেমায় এমন ঘটনা এই প্রথম। উপমহাদেশের চলচ্চিত্রের গানেও এটি মাত্র ষষ্ঠ উদাহরণ। পুরো টিমের জন্য বিষয়টি গর্বের।
পরিচালক জাহিদ জুয়েল বলেন, গানটি শোনার পরই ওয়ান টেকে শুট করার ভাবনা আসে। টিমের সবাই এতে উৎসাহ দেখান। প্রযোজক আশরাফ কিটু ও নির্বাহী প্রযোজক শিমুল খান পূর্ণ সমর্থন দিয়েছেন। তিনি চিত্রগ্রাহক ইবাদ আলিম ও স্টেডিক্যাম অপারেটর কাউসারের প্রশংসা করেন।

শবনম বুবলী জানান, শুটের আগের দিন রিহার্সাল করা হয়। শুটিংয়ের দিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত চার ঘণ্টায় কাজ শেষ হয়। আদর আজাদ বলেন, সবার সহযোগিতাতেই কাজটি সম্ভব হয়েছে।

‘পিনিক’ মুক্তি পাবে আগামী রোজার ঈদে
‘আধাচাঁদ’ গানটির কথা জাহিদ আকবরের। সংগীত করেছেন শান্ত শান, কণ্ঠ দিয়েছেন জিয়া রাজ। কোরিওগ্রাফি করেছেন মোফাসসেল আলিফ। নারীপ্রধান সাইকো থ্রিলার অ্যাকশন সিনেমা ‘পিনিক’ মুক্তি পাবে আগামী রোজার ঈদে।