Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, অক্টোবর ২৭, ২০২৫

কেটি পেরি ও জাস্টিন ট্রুডো – লুকোচুরি রেখে এবার প্রকাশ্যেই প্রেম

কেটি পেরি ও জাস্টিন ট্রুডো
কেটি পেরি ও জাস্টিন ট্রুডো

কেটি পেরি ও জাস্টিন ট্রুডো : একসাথে জন্মদিন পালন

গত ২৫ অক্টোবর ছিলো কেটি পেরির জন্মদিন। তার জন্মদিন জাস্টিন ট্রুডোর জন্যও ছিলো বিশেষ দিন।  সেই উপলক্ষে ট্রুডো পেরিকে নিয়ে নিয়ে ঘুরতে বের হলেন প্যারিসের রাস্তায়। এত দিন নিজেদের সম্পর্ক নিয়ে লুকোচুরি করলেও এবারই প্রথম প্রকাশ্যে একে অপরের হাত ধরে ঘুরলেন কেটি পেরি ও ট্রুডো। সবাইকে জানিয়ে দিলেন তাদের সম্পর্কের কথা।

কেটি পেরি ও জাস্টিন ট্রুডো

জন্মদিনের সন্ধ্যায় কেটিকে নিয়ে ক্রেজি হর্স প্যারিস নামের এক থিয়েটারে যান ট্রুডো। সেখানে তারা ক্যাবারে শো উপভোগ করেন। বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তারা। এক ভক্ত কেটিকে এক জোড়া গোলাপ দিয়ে জন্মদিনের শুভেচ্ছাও জানান। এসময় লোকের ভিড় হয়ে গেলে কেটিকে আগলে গাড়িতে তুলে দেন ট্রুডো। পুরোটা সময় পরস্পরের হাত ধরাধরি করে ছিলেন তারা।  

গত অক্টোবরের মাঝামাঝি সময়ে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে একটি ইয়টে কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর চুমুর ছবি ছড়িয়ে পড়ে। তবে তাদের প্রেমের গুঞ্জন ছড়াচ্ছিল আরও আগে থেকেই।

জুলাইয়ের শেষ দিকে মন্ট্রিয়লের বিলাসবহুল রেস্তোরাঁ ল্য ভিয়লোঁতে কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর একসঙ্গে ডিনারের ছবি প্রকাশ্যে আসে। ৩০ জুলাই দ্য লাইফটাইম ট্যুরের অংশ হিসেবে মন্ট্রিয়লে আয়োজিত এক কনসার্টে পারফর্ম করেন কেটি পেরি। সেখানেও দর্শক সারিতে দাঁড়িয়ে কেটির গান উপভোগ করেন ট্রুডো। কয়েক দিনের ব্যবধানে ওই শহরের মাউন্ট রয়্যাল পার্কে হাত ধরাধরি করে হাঁটতে দেখা যায় তাদের।

কেটি পেরি ও জাস্টিন ট্রুডো

বিগত সংসারে কেটি পেরি ও জাস্টিন ট্রুডো

মার্কিন গায়িকা কেটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দুজনের জীবনেই আছে বিচ্ছেদের দাগ। সেই যন্ত্রণাদায়ক অধ্যায় পেরিয়ে এবার এক হলেন এই দুই জনপ্রিয়।

এ বছরের জুনে অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদ হয় কেটি পেরির। অন্যদিকে, ২০২৩ সালে ট্রুডোর ১৮ বছরের সংসার ভাঙে। কেটির বিচ্ছেদের পরের মাস থেকেই গুঞ্জন ছড়ায়, নতুন সম্পর্কে জড়িয়েছেন কেটি পেরি। অবশেষে সেই গুঞ্জন যে মিথ্যে ছিলো না তা প্রমাণিত হল।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যুতে মর্মাহত সাদিয়া

মর্মাহত সাদিয়া রাজধানী ঢাকার ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে একজন পথচারীর মৃত্যু…
মর্মাহত সাদিয়া

শাকিবের সাথে যে শর্তে কাজ করবেন মিষ্টি জান্নাত

মিষ্টি জান্নাত মেগাস্টার শাকিব খানের সঙ্গে একাধিক নায়িকা নিয়ে সিনেমায় কাজ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন…
মিষ্টি জান্নাত
0
Share