আসছে অমির ‘অসময়’

আসছে অমির ‘অসময়’
‘অসময়’ ওয়েব ফিল্মের তারকারা | ছবি: ফেসবুক  

‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত পরিচালক কাজল আরেফিন অমির টেলিভিশনের পর্দায় আধিপত্য বিরাজ করার কথা তো সবারই জানা। ওটিটি প্ল্যাটফর্মে ‘হোটেল রিল্যাক্স’ সিরিজ দিয়ে অভিষেকের পরও প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। এবার তিনি উপহার দিতে যাচ্ছেন ‘অসময়’ শীর্ষক তার নতুন ওয়েব সিরিজ।

স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পেয়েছিল তার পরিচালিত সিরিজ ‘হোটেল রিল্যাক্স’। এখানেই মুক্তি পাবে ‘অসময়’। অমির প্রথম ওটিটি সিরিজটি প্রকাশ পাওয়ার পরই জানা গিয়েছিল বঙ্গ প্ল্যাটফর্মের সাথে ‘অসময়’ এবং ‘আন্ডারওয়ার্ল্ড: সিজন ১’ নামক নতুন দুইটি প্রজেক্টের চুক্তি করেছেন পরিচালক। এরই ধারাবাহিকতায় খুব শীঘ্রই আসতে যাচ্ছে ‘অসময়’।

জানা গেছে, ৬ সেপ্টেম্বর রাজধানীর একটি রেস্তোঁরায় স্ক্রিপ্ট রিডিং সেশন সম্পন্ন হয় বঙ্গ অরিজিনাল ওয়েব-ফিল্ম ‘অসময়’-এর। সেই সেশনে পরিচালক ও প্রযোজক হতে শুরু করে উপস্থিত ছিলেন প্রধান কলাকুশলীবৃন্দ। এই ওয়েব ফিল্মে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ, ইরেশ জাকের, তারিক আনাম খান, রুনা খান, শিমুল শর্মা, মনিরা মিঠু প্রমুখ। এমনকি একটি বিশেষ চরিত্রে দেখা দেওয়ার কথা রয়েছে অভিনেতা জিয়াউল হক পলাশেরও।

চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে বঙ্গ প্ল্যাটফর্মে ‘অসময়’ রিলিজ পাওয়ার কথা রয়েছে।

 

 


মন্তব্য


সর্বশেষ সংবাদ