'মেড ইন হেভেন' বিবাদে কথা বললেন অনুরাগ কাশ্যপ
- প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩, ০১:৫৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৩, ০১:৫৫ PM

ভারতীয় লেখক ইয়াশিকা দত্তকে ‘সুযোগসন্ধানী’ বললেন অনুরাগ কাশ্যপ। ‘মেড ইন হেভেন’- নিয়ে চলমান বিবাদের মধ্যেই ইয়াশিকার উদ্দেশ্যে একটি সাক্ষাৎকারে কথাগুলো বলেছেন ‘গ্যাংস অব ওয়াসেপুর’খ্যাত নির্মাতা।
কিন্তু কী বিবাদ হয়েছিল 'মেড ইন হেভেন' নিয়ে?
ইয়াশিকার একটি ইনস্টাগ্রাম পোস্টকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত হয় । ১৪ আগস্ট নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল ব্যবহার করে ‘মেড ইন হেভেন’-এর নির্মাতাদের বিরুদ্ধে চৌর্যবৃত্তির অভিযোগ আনেন লেখক। তার দাবী, ১০ আগস্ট প্রচারিত অনুষ্ঠানটির দ্বিতীয় সিজনের পঞ্চম এপিসোডের রাধিকা আপ্তের চরিত্র তার জীবনের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। লেখকের অনুমতি ছাড়া তার জীবনের গল্প বলাতে বেশ মনঃক্ষুণ্ণ হয়েছেন তিনি।
ইয়াশিকার পোস্টের পর ১৭ আগস্ট পরিচালক নীরজ ঘায়ওয়ান ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে লেখকের জীবন থেকে অনুপ্রেরণা নেওয়ার কথা সরাসরি অস্বীকার করেন।
তাদের বিবাদের মাঝেই আরেকটা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন ইয়াশিকা।
২০১৯ সালে প্রকাশিত ইয়াশিকার বই 'কামিং আউট অ্যাজ দলিত-আ মেমোয়া’- লেখার সময় লেখক ২০০৭ সালে একই বিষয়ের উপর আরেক লেখক সুমিতের একটি রচনা থেকে অনুপ্রেরণা নিলেও তাকে কাজটির জন্য ক্রেডিট দেননি।ঘটনাটির জের ধরে সুমিত ২০ আগস্ট টুইটারে ইয়াশিকার উদ্দেশ্যে একটি টুইটও করেন যার উত্তর ইয়াশিকা ২৩ আগস্ট দেন। টুইটারে তাদের দ্বন্দ্ব ২৫ আগস্ট পর্যন্ত চলে।
লেখকের এরকম আচরণের প্রেক্ষিতেই মুখ খুলেছেন অনুরাগ কাশ্যপ। তার মতে, ইয়াশিকার দ্বিচারিতার মাধ্যমে তিনি শুধু ‘সুযোগসন্ধানী’র মত আচরণ করেছেন। এছাড়াও সামাজিক মাধ্যমে সিরিজটির পরিচালক নীরজ ঘায়ওয়ানের আক্রমণের শিকার হওয়ার ঘটনায় ক্ষোভও প্রকাশ করেন তিনি।
তবে তাদের এই দ্বন্দ্বের ফলে অনুষ্ঠানটির মূল বিষয় থেকে আলোচনার কেন্দ্র যাতে অন্য কিছুতে চলে না যায় তার আশঙ্কায় রয়েছেন সিরিজটির নির্মাতারা।