ফাইনালের আগেই ‘বিগ বস’ ছাড়লেন জিয়া শঙ্কর

ফাইনালের আগেই ‘বিগ বস’ ছাড়লেন জিয়া শঙ্কর
জিয়া শঙ্কর  © সংগৃহীত

অনুষ্ঠানটির দ্বিতীয় মৌসুমের ফাইনালের আগে শেষ প্রতিযোগী হিসেবে ঘরছাড়া হলেন মারাঠি এ অভিনেত্রী।

 জিয়ার এলিমিনেশনের পর শোটির ফাইনালে পৌঁছে গেছেন মনীষা রানি, এলভিস যাদব, পূজা ভাট, অভিষেক মালহান ও বেবিকা ধূৰ্ভের মত তারকারা। 

এ সপ্তাহে এলিমিনেশনের জন্য নমিনেটেড অন্য দুই প্রতিযোগী  মনীষা রানি ও এলভিস যাদব থেকে কম ভোট পাওয়ার কারণে  বিগ বসের ঘর  থেকে ৯ আগস্ট  বিদায় জানান জিয়া।

২০২২  সালের ব্যবসাসফল মারাঠি চলচ্চিত্র ‘বেদ’-এ রিতেশ ও জেনেলিয়ার সাথে শেষবার বড় পর্দায় দেখা যায় জিয়াকে। মারাঠি ছাড়াও তামিল ও তেলেগু ছবিতেও অভিনয়  করেছেন তিনি। অনুষ্ঠানটির দ্বিতীয় সিজনের অন্যতম আলোচিত প্রতিযোগী জিয়ার ঘরছাড়া হওয়ার খবরে বরাবরই হতাশ হয়েছেন তার অনুরাগীরা। 


মন্তব্য


সর্বশেষ সংবাদ