প্রকাশ পেল  ‘ওনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ এর এপিসোডের তালিকা! 

প্রকাশ পেল  ‘ওনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ এর এপিসোডের তালিকা! 
'ওনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং' এর এপিসোড তালিকা   © সংগৃহীত

‘ওনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর তৃতীয় সিজন নিয়ে ফের দর্শকদের মাঝে হাজির হলেন সেলেনা গোমেজ।

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হুলু’-তে ৬ আগস্ট  সিরিজটির নতুন মৌসুমের প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। ১০ এপিসোডের অনুষ্ঠানটির চূড়ান্ত পর্ব ৩ অক্টোবর প্রকাশের কথা রয়েছে।

২৬ জুলাই সিরিজটির ট্রেলার প্রকাশের পর সিরিজটি নিয়ে বরাবরই উচ্ছ্বসিত ছিলেন অনুরাগীরা।  দ্বিতীয় সিজনে পল রুডের চরিত্র বেনের মৃত্যুর পরের গল্প নিয়ে তৃতীয় সিজনের গল্প আগাবে। গণমাধ্যমে কথাগুলো জানান নির্মাতা জন হফম্যান।

মিসট্রি-কমেডি-ড্রামা ঘরানার সিরিজটিতে মেরিল স্ট্রিপ, স্টিভ মার্টিন, পল রুড, মার্টিন শর্টের মত তারকাদের দেখতে পাবে দর্শক। 

অনুষ্ঠানটির এপিসোডের তালিকা পাঠকদের জন্য নিয়ে হাজির হল চিত্রালী। 


মন্তব্য


সর্বশেষ সংবাদ