'এই মন তোমাকে দিলাম': পুরস্কারপ্রাপ্ত চীনা নাটক এখন বঙ্গো প্লাটফর্মে

'এই মন তোমাকে দিলাম': পুরস্কারপ্রাপ্ত চীনা নাটক এখন বঙ্গো প্লাটফর্মে
'এই মন তোমাকে দিলাম' সিরিজের পোস্টার   © বঙ্গ বিডি

হিট চীনা ওয়েব সিরিজ ‘পুট ইওর হেড অন মাই শোল্ডার’ বাংলায় ডাব করে দর্শকদের উপহার দিলো ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডি। বাংলা সংস্করণে সিরিজটির নাম দেওয়া হয়েছে 'এই মন তোমাকে দিলাম'।

বিশ্বব্যাপী দর্শকদের কাছে প্রশংসা কুড়িয়েছে এই সিরিজ। গোল্ডেন বাড- দ্য ফোর্থ নেটওয়ার্ক ফিল্ম অ্যান্ড টেলিভিশন ফেস্টিভ্যালে সেরা ১০টি ওয়েব সিরিজের একটি হিসেবেও স্বীকৃত পেয়েছে রোমান্টিক ঘরানার নাটকটি। সব মিলিয়ে এই সিরিজ নিয়ে দর্শকদের মাঝে অন্য লেভেলের হাইপ।

বঙ্গ বিডির বদৌলতে বাংলাভাষী দর্শকরাও এবার সাবটাইটেল ছাড়া সহজেই উপভোগ করতে পারবে এটি!

প্রসঙ্গত, একই নামের জনপ্রিয় এক চীনা উপন্যাসের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে ‘পুট ইওর হেড অন মাই শোল্ডার’। চাইনিজ অভিনেতা জিং ফেই, লিন ই এবং তাং জিয়াওটিয়ান এখানে দুর্দান্ত অভিনয় করেছেন। গোল্ডেন বাড ফেস্টিভ্যালে শীর্ষ ১০ ওয়েব সিরিজের তালিকায় অন্তর্ভুক্ত হওয়া ছাড়াও সিরিজটি আরও অর্জন করেছে সেরা প্রযোজক, সেরা নবাগত এবং সেরা প্রতিশ্রুতিশীল অভিনেত্রীর পুরষ্কারও।

এছাড়াও আইএমডিবি-তে এই সিরিজের রেটিং হলো ৮/১০।


মন্তব্য


সর্বশেষ সংবাদ