দর্শক মাতাচ্ছে মেহজাবীনের ‘আমি কী তুমি’ !

দর্শক মাতাচ্ছে মেহজাবীনের ‘আমি কী তুমি’ !
‘আমি কী তুমি’তে মেহজাবীন চৌধুরী  © সংগৃহীত

মেহজাবীনের নতুন ওয়েব সিরিজ ‘আমি কী তুমি’ বেশ প্রশংসা কুড়াচ্ছে দর্শকমহলে।

ভিকি জাহেদ নির্মিত  ওয়েব সিরিজটি ২৭ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে।

৮ পর্বের সিরিজটি আলোড়ন তুলেছে বিনোদনপ্রেমীদের  মাঝে।  এর ট্রেলারেই তার প্রমাণ পাওয়া যায়।  ২৩ জুলাই আইস্ক্রিনের ইউটিউব চ্যানেলে মুক্তিপ্রাপ্ত সিরিজটির ট্রেলার  মাত্র এক সপ্তাহের ব্যবধানেই ২ লাখের কাছাকাছি ভিউ পেয়েছে।

একটি মেয়ের নায়িকা হওয়ার যাত্রার উপর নির্মিত সায়েন্স ফিকশন ধর্মী সিরিজটির নির্মাণ শৈলীতে বরাবরই মুগ্ধতা প্রকাশ করেছে দর্শক ।

মেহজাবীন চৌধুরী ছাড়াও সিরিজটির মাধ্যমে শ্যামল মাওলা, তারিক আনাম খান, ওয়াহিদা মল্লিক জলি, ফজলুর রহমান বাবু, সাদিয়া ইসলাম মৌ, ইন্তেখাব দিনার, জুনায়েদ, আবুদল্লাহ আল সেন্টুর মত তারকাদের দেখতে পাবে দর্শক । 


মন্তব্য


সর্বশেষ সংবাদ