Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

২০২৯ সাল থেকে ইউটিউবে অস্কার সম্প্রচার করা হবে

২০২৯ সাল থেকে ইউটিউবে অস্কার
ইউটিউবে অস্কার | ছবি: কোলাজ

২০২৯ সাল থেকে ইউটিউবে অস্কার  

অস্কার অনুষ্ঠান প্রচারে আসছে বিশাল পরিবর্তন। ২০২৯ সাল থেকে একাডেমী অ্যাওয়ার্ডস তথা অস্কার পুরস্কার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে ইউটিউবে। ২০২৯ সাল থেকে ইউটিউবে অস্কার সম্প্রচার করা হবে, এই তথ্য জানিয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। এই ঘোষণার মাধ্যমে দীর্ঘদিনের সম্প্রচার সহযোগী এবিসির সাথে যৌথ অধ্যায়ের অবসান ঘটছে।     

একাডেমী অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান এবিসি ১৯৬১ সাল থেকে সরাসরি সম্প্রচার করে আসছিলো। তবে মাঝখানে স্বল্প সময়ের জন্য ছিলো ব্যতিক্রম। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত এবিসিতে অনুষ্ঠান চলবে অস্কারের। এরপর ২০২৯ সালে ১০১তম অস্কার অনুষ্ঠিত হবে শুধু ইউটিউবে। এই চুক্তি কার্যকর থাকবে ২০৩৩ সাল পর্যন্ত।  

২০২৯ সাল থেকে ইউটিউবে অস্কার
২০২৫ সালের অস্কারের মঞ্চ | ছবি: ফেসবুক

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস- এর এই সিদ্ধান্তকে টেলিভিশন ইতিহাসে বড় পরিবর্তন হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ এবারই প্রথম বড় চারটি পুরস্কার অনুষ্ঠানের একটি পুরোপুরি স্ট্রিমিং প্ল্যাটফর্মে চলে যাচ্ছে। এর আগে নেটফ্লিক্স স্যাগ অ্যাওয়ার্ডসের সম্প্রচার স্বত্ব পেলেও অস্কার, এমি, গ্র্যামি বা টনির মতো অনুষ্ঠান টিভিতেই সম্প্রচার হচ্ছিলো।

জানা গেছে, অস্কার অনুষ্ঠানটি ইউটিউবের মাধ্যমে বিশ্বজুড়ে দেখানো হবে বিনা মূল্যে। দুই শতাধিক কোটি দর্শকের কাছে পৌঁছাবে অনুষ্ঠানটি। যুক্তরাষ্ট্রে ইউটিউব টিভির গ্রাহকরাও লাইভ সম্প্রচার দেখতে পারবেন।

২০২৯ সাল থেকে ইউটিউবে অস্কার
ইউটিউবের প্রধান নির্বাহী নীল মোহন | ছবি: ফেসবুক

১৯৯৮ সালে অস্কার অনুষ্ঠান দেখেছিলেন প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষ। সাম্প্রতিক বছরগুলোতে সেই সংখ্যা ক্রমেই নেমে এসেছে আরো তলানীতে। দর্শকসংখ্যা কমে যাওয়াতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। নতুন প্রজন্মের সিনেমাপ্রেমী ও দর্শকদের সহজেই পৌঁছাতে ও অস্কারকে আরো প্রাণবন্ত, দর্শকমুখর করতে এই পথ বেছে নিয়েছে অ্যাকাডেমি।  

অ্যাকাডেমির প্রধান নির্বাহী বিল ক্রেমার ও সভাপতি লিনেট হাওয়েল টেলর এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, ইউটিউবের সঙ্গে এই বৈশ্বিক অংশীদারত্ব অস্কারের ভবিষ্যৎকে নতুন রূপ দেবে। এতে বিশ্বজুড়ে দর্শকের কাছে পৌঁছানো সহজ হবে।

ইউটিউবের প্রধান নির্বাহী নীল মোহন বলেন, অস্কার শুধু একটি পুরস্কার নয়। এটি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এই আয়োজন বিশ্বজুড়ে পৌঁছে দিতে পারা ইউটিউবের জন্য গর্বের।

২০২৯ সাল থেকে ইউটিউবে প্রচারিত অস্কারে যা দেখা যাবে

চুক্তির অংশ হিসেবে কেবল অস্কারের মূল অনুষ্ঠান আয়োজন নয়, আরও নানা আয়োজন দেখাবে ইউটিউব। থাকবে রেড কার্পেটের কাভারেজও। এছাড়া থাকবে পর্দার পেছনের গল্পগুলো। ঘোষণা দেয়া হবে মনোনয়ন তালিকার। থাকবে নির্মাতা ও অ্যাকাডেমি সদস্যদের সাক্ষাৎকার। গভর্নরস বল, চলচ্চিত্র শিক্ষা কার্যক্রম, পডকাস্ট, সবই থাকবে ইউটিউব প্ল্যাটফর্মে।

টিভি থেকে স্ট্রিমিং যুগে অস্কারের এই নতুন যাত্রা বিনোদন জগতকে নতুন পথ দেখাবে বলে বিশ্বাস সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিবর্গের।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হাসপাতালে নচিকেতা লিখেছেন তার মৃত্যু ভাবনা নিয়ে

মৃত্যু ভাবনা নিয়ে ‘মৃত্যু মস্ত ফাঁকি’ ওপাড় বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী অসুস্থ হয়ে হাসপাতালে…
হাসপাতালে নচিকেতা লিখেছেন তার মৃত্যু ভাবনা নিয়ে

মেহজাবীনের বিরুদ্ধে মামলার শুনানি আজ

আদালতে উঠছে মেহজাবীনের মামলার শুনানি অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে মামলার শুনানি আজ। গ্রেপ্তার সংক্রান্ত…
মেহজাবীনের বিরুদ্ধে মামলার শুনানি আজ

শাবনূরের জন্মদিন আজ – ৪৭ বছরে পা রাখলেন জনপ্রিয় নায়িকা

জন্মদিনে ভক্তদের জন্য শাবনূরের বার্তা চিত্রনায়িকা শাবনূরের জন্মদিন আজ ।  জীবনে ৪৬টি বসন্ত পেরিয়ে ৪৭ বছরে পা…
শাবনূরের জন্মদিন আজ

শাবনূরের জন্মদিনে স্মৃতিচারনা করলেন কনকচাঁপা  

শাবনূর ও কনকচাঁপার মেলবন্ধন আজ ১৭ ডিসেম্বর দেশের এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের জন্মদিন। জন্মদিন…
শাবনূরের জন্মদিন- স্মৃতিচারনা করলেন কনকচাঁপা
0
Share