অভিনেতা রাশেদ মামুন অপু
জনপ্রিয় অভিনেতা রাশেদ মামুন অপুর দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। বহু আগে স্ত্রীর সাথে বিচ্ছেদ হলেও ৬ বছর পর প্রকাশ্যে এলো অপুর সংসার ভাঙনের খবর । বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী মমরেনাজ মোমে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রায় ছয় বছর আগে দুজনের মধ্যে বিচ্ছেদ হলেও এতদিন তা গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।
রোববার (১৪ ডিসেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে অপুর সঙ্গে একটি হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করেন মোমে। ছবির ক্যাপশনে তিনি বিচ্ছেদের বিষয়টি তুলে ধরে লেখেন, দীর্ঘদিন সামাজিক প্রতিবন্ধকতা, ভয় ও লজ্জার কারণে তারা দুজন মিলে এই সত্যটি আড়াল করে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার ভাষায়, “অবশেষে ঈশ্বর ক্ষমা করলেন। সামাজিক বাধা, ভয় আর লজ্জার কারণে ছয় বছরের বিচ্ছেদ চেপে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা দুজন।”

পোস্টে আরও উল্লেখ করেন, এই গোপনীয়তা সময়ের সঙ্গে সঙ্গে দুজনের জন্যই মানসিকভাবে কষ্টকর হয়ে উঠছিল। তাই পারস্পরিক সম্মতিতে বিষয়টি পরিষ্কার করার সিদ্ধান্ত নেন তারা। মোমে লেখেন, “গোপনীয়তা বিষয়টি খুবই যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল আমাদের দুজনের জন্যই। তাই একান্তভাবেই আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন সত্যটা প্রকাশ্যে আনার সময় এসেছে।” একই সঙ্গে তিনি বিচ্ছেদকে নেতিবাচকভাবে না দেখার আহ্বান জানান। তার মতে, “বিচ্ছেদ মানেই ধ্বংস নয়, শেষ হয়ে যাওয়া নয়।”
খবরটি প্রকাশ্যে আসার পর অপুর সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে বেশ আলোড়ন দেখা গেছে। মোমের পোস্টের মন্তব্যের ঘরে সহানুভূতি ও সমর্থনের বার্তা দিতে দেখা গেছে অনেককে। অনেকে দুজনের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনাও জানিয়েছেন।
তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি অভিনেতা রাশেদ মামুন অপু। তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে অপুর সংসার ভাঙনের খবর নিয়ে ভক্ত ও দর্শকদের কৌতূহল রয়ে গেছে।