বিচ্ছেদের গুঞ্জনের জবাবে যা বললেন ওমর সানি
দীর্ঘদিন ধরে দুই দেশে আলাদা থাকছেন চিত্রনায়ক ওমর সানী ও অভিনেত্রী মৌসুমী। ওমর সানী থাকেন বাংলাদেশে, আর মৌসুমী প্রায় দুই বছর ধরে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। এ দূরত্বকে ঘিরে বেশ কিছুদিন ধরেই তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও প্রশ্ন উঠছে। কেউ কেউ তো প্রকাশ্যেই তাদের বিচ্ছেদের কথা বলছেন। আর মৌসুমীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন ক্ষুব্ধ ওমর সানি।

সম্প্রতি একটি চলচ্চিত্রের অনুষ্ঠানে অংশ নিয়ে ওমর সানী জানান, আলাদা হওয়ার গল্প সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, কিছু মানুষ মনে করে আমরা আলাদা হয়ে গেছি। এসব কথা শুনে আমরা বিচলিত হই না। কিন্তু এটা খুবই বাজে মানসিকতার পরিচয়। এর আগেও একটি পডকাস্টে একই ধরনের প্রশ্নের মুখে পড়েন তিনি। সেখানে ওমর সানী বলেন, অনেকে নিজেকে জ্যোতিষী ভাবেন। কেউ হাত দেখে ভবিষ্যৎ বলেন। এমনকি কেউ কেউ ডিভোর্স লেটার দেখতেও চেয়েছেন। এসব নিয়ে আর কিছু বলার নেই।
মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। সে কারণেই তিনি দীর্ঘদিন ধরে সেখানে অবস্থান করছেন। এদিকে ওমর সানীরও যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল, কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় যেতে পারেননি। বর্তমানে তিনি নতুন করে ভিসার জন্য আবেদন করেছেন।

পডকাস্টে মৌসুমীর যুক্তরাষ্ট্রে থাকার কারণ আরও স্পষ্ট করে ব্যাখ্যা করেন ওমর সানী। তিনি বলেন, তার শাশুড়ি দীর্ঘদিন ধরে অসুস্থ। মায়ের পাশে থাকার জন্যই মূলত মৌসুমী যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে তাদের মেয়েও আছে, যাদের দেখাশোনাও তার কাছে অগ্রাধিকার।
ওমর সানীর ভাষায়, যেকোনো পরিবারের ক্ষেত্রেই এই সময়গুলো গুরুত্বপূর্ণ, আর অনেক সময় ত্যাগ স্বীকার করতেই হয়। তিনি জানান, মৌসুমী মায়ের জন্য অনেক কষ্ট করছে এবং এসব বিষয় নিয়ে তারা প্রতিদিনই নিজেদের পারিবারিক ফেসবুক গ্রুপে কথা বলেন। খু ব শিগগিরই তাদের দেখা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।