শুভ ও ঐশীর ‘নূর’ সিনেমা
চলচ্চিত্রে ধারাবাহিকভাবে কাজ করে নিজের জায়গা সুসংহত করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রে রয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘নূর’। তার সহ-অভিনেতা আরিফিন শুভ। সিনেমাটির নির্মাতা রায়হান রাফী। টিজার ও গান প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে ব্যাপক সাড়া পড়ে যায়। বিশেষ করে একটি গানের দৃশ্যে শুভ ও ঐশীর ঘনিষ্ঠ মুহূর্ত নিয়ে দর্শকের মধ্যে নানা আলোচনার সৃষ্টি হয়, যা থেকে শুরু হয় তাদের প্রেমের গুঞ্জন। এবার শুভর সাথে প্রেম ও ‘নূর’ সিনেমা নিয়ে কথা বলেছেন ঐশী।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ‘নূর’ সিনেমা নিয়ে প্রত্যাশা, ব্যক্তিজীবন ও সাম্প্রতিক বিতর্ক নিয়ে খোলামেলা আলাপ করেন তিনি। প্রেমের অভিজ্ঞতা নিয়ে জানতে চাইলে ঐশী জানান, তার জীবনে গ্রামের মতো সহজ সরল প্রেমের অভিজ্ঞতা তেমন ছিল না, বন্ধুবান্ধবও কম ছিল। ব্যক্তিজীবনের চেয়ে কাজই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিলো বলে জানান তিনি।
সিনেমাটি মূলত বড় পর্দায় মুক্তির জন্য শুটিং করা হয়েছিল। তাই ওটিটিতে মুক্তি পাওয়াতে খানিকটা আক্ষেপ আছে তার কণ্ঠে। তবু মুক্তি নিয়ে তিনি আশাবাদী। ঐশী বলেন, বড় পর্দায় না পারলেও চাই, ওটিটিতে যেন দর্শক সিনেমাটিকে ভালোভাবে গ্রহণ করেন। ‘নূর’ মুক্তি পাচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপে।

উত্তরবঙ্গের পাবনা অঞ্চলে হয়েছে সিনেমার শুটিং। সেখানকার শান্ত পরিবেশের স্মৃতি এখনও তার মনে গেঁথে আছে। তিনি জানান, টিজার ও গান প্রকাশের পর লোকেশন ও ভিজ্যুয়াল নিয়ে অনেক প্রশংসা পেয়েছেন। তার ভাষায়, কাজ করতে করতে জায়গাটার প্রতি একধরনের টান তৈরি হয়ে গেছে।
শুভর সাথে প্রেম ও ‘নূর’ সিনেমা নিয়ে ঐশী

আরিফিন শুভর সঙ্গে তার সম্পর্ক নিয়ে সাম্প্রতিক জল্পনা প্রসঙ্গে ঐশী স্পষ্টভাবে বলেন, তাদের সম্পর্ক শ্রদ্ধা ও কাজের বোঝাপড়ার জায়গায় দাঁড়িয়ে। শুভকে তিনি একজন পরিপূর্ণ সহ-অভিনেতা হিসেবেই দেখেন। শুরু থেকেই তার সহযোগিতার কারণে কাজের পরিবেশ স্বাচ্ছন্দ্যময় ছিলো বলেও জানান তিনি।
সম্প্রতি কাজের চেয়ে ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি আলোচনা হওয়াকে তিনি খুব একটা গুরুত্ব দিতে চান না। ঐশীর মতে, আলোচনায় থাকা ভালো যদি সেটা কাজ নিয়ে হয়। দর্শকদের সঙ্গে তার সংযোগও কাজের মাধ্যমেই। কাজের বাইরে আলোচনায় থাকা তাকে সন্তুষ্ট করে না, তাই তিনি চান তার কাজই যেন তাকে আলোচনায় রাখে।
ঐশী ও শুভ জুটি এর আগে তিনটি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। এর মধ্যে ‘মিশন এক্সট্রিম’ এবং ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ মুক্তি পেয়েছে এবং ভালো সাড়া পেয়েছে। নতুন সিনেমা ‘নূর’ মুক্তির অপেক্ষায়। বড় পর্দায় না আসলেও ওটিটিতে সিনেমাটি কেমন সাড়া ফেলবে এখন সেই প্রত্যাশাতেই রয়েছে পুরো টিম।