ছোটপর্দার অভিনেত্রী অহনা দত্ত
ওপার বাংলার ছোটপর্দার পরিচিত মুখ অহনা দত্ত। মাতৃত্বের বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে ফিরছেন এই অভিনেত্রী। তার ফেরার ঘোষণাতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দর্শকমহলে। মা হওয়ার সুবাদে দীর্ঘদিন অভিনয়ে অনুপস্থিত ছিলেন এই অভিনেত্রী। ‘অনুরাগের ছোঁয়া’তে খলনায়িকা ‘মিশকা সেন’ চরিত্রে তার উপস্থিতি দর্শকের নজর কাড়ে। মেয়ের বয়স ছয় মাস পেরোতেই আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন এই অভিনেত্রী। সাথে জানালেন নায়িকা হওয়ার লালসা নেই অহনার ।

প্রত্যাবর্তনের পর তার চরিত্র কেমন হবে এ নিয়ে ভক্তদের কৌতূহল অনেক। সম্প্রতি নতুন ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’ এর প্রোমো মুক্তি পাওয়ার পর প্রশ্ন আরও জোরালো হয়েছে। দর্শকমনে প্রশ্ন অহনাকে কি আবারও কোনো নেতিবাচক বা খলনায়িকার চরিত্রে দেখা যাবে?
এ বিষয়ে নিজেই ব্যাখ্যা দিয়েছেন অহনা দত্ত। তিনি বলেন “সত্যি বলতে, এখন পর্যন্ত যতটুকু শুট করেছি, তাতে চরিত্রটা নেতিবাচক কিছু মনে হয়নি। পুরো ব্রিফিংও পাইনি এখনো, আরও কয়েক দিন গেলে পরিষ্কার হবে।”
তবে নায়িকা চরিত্রে অভিনয়ের প্রতি কোনো বিশেষ আকর্ষণ নেই বলেও জানান তিনি। চাপ কমাতে চাওয়াটাই তার সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। অহনার ভাষায় “মুখ্য চরিত্র না হলে কাজ করব না এমনটা কখনও ভাবিনি। নায়িকাদের অনেক চাপ থাকে, মেয়েকে রেখে সে চাপ নিতে পারব কি না সেটাই ভাবছিলাম।”
নায়িকা হওয়ার লালসা নেই অহনার এমনটা জানিয়ে তিনি আরও বলেন “নায়িকা হওয়ার লালসা আমার নেই। আমি অভিনেত্রী হতে চাই, নায়িকা নয়। দিনের শেষে একটা নির্দিষ্ট সময়ে বাড়ি ফিরতে পারাটা আমার কাছে সবচেয়ে জরুরি।”
মাতৃত্বের আনন্দ আর দায়িত্ব সামলে আবারও অভিনয়ে ফেরা অহনাকে নতুন ধারাবাহিকে কোন ভূমিকায় দেখা যাবে, এখন দর্শকের অপেক্ষা সেই রহস্য উন্মোচনের।