তার জীবনের সবচেয়ে আপন দুইজন
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া শুধু পর্দাতেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। মাঝে মাঝেই নিজের জীবনের খুঁটিনাটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি এক পোস্টে তুলে ধরলেন তার জীবনের সবচেয়ে আপন দুইজন—মা ও বাবা।
একসঙ্গে কাটানো ৩৭ বছরের দাম্পত্যজীবন উদযাপন করেছেন ফারিয়ার বাবা-মা। সেই উপলক্ষে তাদের একটি সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করে আবেগভরা বার্তা দিয়েছেন অভিনেত্রী।
তিনি লিখেছেন— “আম্মু-আব্বু, তোমরা এমন এক ভালোবাসার উদাহরণ তৈরি করেছো, যা ভাঙা তো দূরের কথা, স্পর্শ করাও কঠিন। ৩৭ বছরের একসঙ্গে পথচলায় যত ঝড়-ঝাপটাই আসুক না কেন, তোমাদের বন্ধন আজও ততটাই দৃঢ়।”
এরপর বাবা-মায়ের কাছ থেকে পাওয়া জীবনের শিক্ষা নিয়েও লিখেছেন ফারিয়া— “তোমরাই আমাকে শিখিয়েছো ভালোবাসা মানে ধৈর্য, ত্যাগ আর একে অপরের পাশে থাকা। তোমরাই আমার জীবনের সবচেয়ে সুন্দর উদাহরণ।”
ফারিয়ার এই পোস্টটি প্রকাশের পরপরই ভক্ত ও অনুসারীদের মধ্যে ছড়িয়ে পড়ে। অনেকেই মন্তব্য করেছেন, তার পরিবারের প্রতি এমন ভালোবাসার প্রকাশ আজকের সময়ে সত্যিই অনুপ্রেরণাদায়ক।
শোবিজে কাজের বাইরে পরিবারকে গুরুত্ব দেওয়া ফারিয়ার এই দিকটি বরাবরই আলোচনায় আসে।
নুসরাত ফারিয়া ও ডিও জকি
উল্লেখ্য, নুসরাত ফারিয়া তার ক্যারিয়ার শুরু করেন রেডিও জকি হিসেবে। পরে মডেলিং ও বিজ্ঞাপন জগতে নাম লেখান। ২০১৫ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার, যেখানে তার বিপরীতে অভিনয় করেন অঙ্কুশ হাজরা। বাণিজ্যিকভাবে ছবিটি সফল হয়, আর সেই সাফল্যই তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়।
আজ তিনি একাধারে অভিনেত্রী, উপস্থাপক ও গায়িকা—তবে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রে এখনো তিনি থাকেন ‘কন্যা’ হিসেবে, যার গর্ব তার মা-বাবার ভালোবাসা।
নুসরাত ফারিয়া আটক
বেশ কিছু আগে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে হওয়া একটি মামলায় বিমানবন্দরে আটক হন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সেসময় দেশজুড়ে আলোচনা উঠে আসেন তিনি। আলোচনা-সমালোচনার মুখে জামিনও পেয়ে যান তিনি। এরপর বেশ কিছুদিন তাকে দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায়। তবে কালক্রমে আবারো জানান দিয়েছেন নিজের অস্তিত্ব। অল্প অল্প করে উঠে এসেছেন আবারো মানুষের সামনে।
নুসরাত ফারিয়া সর্বশেষ সিনেমা করেছিলেন গেল ঈদে। সেসময় তার সিনেমা জ্বীন ৩ মুক্তি পেয়েছিলো। তার সাথে জুটি বেঁধেছিলেন দেশের আরেক জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল।