রাষ্ট্রের কাছে খাবারের লিস্ট চেয়ে ওমর সানীর স্ট্যাটাস
- প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪১ PM , আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪১ PM

সমকালীন ঘটে যাওয়া নানান বিষয় নিয়েই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের মতামত ব্যক্ত করেন অভিনেতা ওমর সানী। এরই ধারাবাহিকতায় এবার তিনি মুখ খুললেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে।
মানুষ কি খাবে জানতে চেয়ে সরকারের উদ্দেশ্যে ১৭ সেপ্টেম্বর ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন সানী। তার স্ট্যাটাসে তিনি লিখেন, “সাধারণ মানুষ কি খাবে বলে দেন সরকার। খাবারের লিস্ট দিয়ে দেন আমরা কি খাব, আর পারছি না রাষ্ট্র।”
নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে বলে পরবর্তীতে গণমাধ্যমকে জানান এই অভিনেতা। একারণে বাধ্য হয়েই এই বিষয়ে তিনি মুখ খুলেছেন বলে জানা গেছে।
সূত্র: ফেসবুক