‘জাওয়ান’ বনাম ‘সুজন মাঝি’ প্রসঙ্গে যা বললেন ফেরদৌস

‘জাওয়ান’ বনাম ‘সুজন মাঝি’ প্রসঙ্গে যা বললেন ফেরদৌস

একদিকে যখন দেশী প্রেক্ষাগৃহে উম্মাদনা চলছে বলিউডের সিনেমা ‘জাওয়ান’ নিয়ে। অপরদিকে এদেশের হলে পাশের দেশের সিনেমা মুক্তি নিয়ে 'সুজন মাঝি' সিনেমার পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর বিভিন্ন বক্তব্য নিয়ে মাঝে সরগরম ছিল দেশী মিডিয়া।

'সুজন মাঝি' সিনেমাতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ। তার সিনেমার সাথে বিভিন্ন বিতর্কের কারণে ‘জাওয়ান’ সিনেমার তুলনা নিয়ে এবার মুখ খুলেছেন তিনি। 

অভিনেতা জানান, “‘জাওয়ান’-এর সঙ্গে সুজন মাঝির তুলনা করা হাস্যকর। ওদের বাজেট, ওদের মার্কেট—সবই তো বড়। এভাবে তুলনা করা ঠিক না।“


মন্তব্য


সর্বশেষ সংবাদ