ফটোগ্রাফ নয়, এমানুয়েল মাখোঁর অটোগ্রাফ নিলেন রাহুল পুত্র!
- প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৬ AM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৮ AM

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁকে কাছে পেয়ে নিজেকে আটকে রাখতে পারেনি রাহুল আনন্দের পুত্র তোতা। সেলফির যুগে সাহস করে অটোগ্রাফ চেয়ে বসে ফরাসি রাষ্ট্রপতির কাছে। ছোট্ট বাচ্চার আবদার বলে কথা, তাই মাখোঁও ফেরাতে পারেনি তাকে। রাহুল আনন্দের একমাত্র ছেলে তোতা ও ফরাসি প্রেসিডেন্টের সেই মূল্যবান মুহূর্তটি ক্যামেরাবন্দী করে সামিজিক মাধ্যমে অনুরাগীদের সাথে শেয়ার করেন স্বয়ং সঙ্গীত তারকা।