গডফাদারের অভাবে বড় বাজেটের সিনেমায় নেই- দাবি আমিশার
- প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৬ PM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩২ PM

২০০০ সালে ‘কহো না প্যায়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন অভিনেত্রী আমিশা প্যাটেল। প্রথম সিনেমাতেই তিনি বাজিমাত করেন বক্স অফিস ও ফিল্ম ফেয়ারের মত মঞ্চ। বছর দুয়েক সফলতা ধরে রাখলেও পরবর্তীতে আর নিয়মিত পর্দায় দেখা যায়নি তাকে।
সম্প্রতি 'গাদার ২' সিনেমা উপহার দিয়ে আবারও লাইমলাইটে আসেন এই অভিনেত্রী। এরপর ভারতীয় সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকারে ক্যারিয়ারের ওঠাপড়া নিয়ে কথা বলতে দেখা যায় তাকে। যেখানে তিনি দাবি করেন টার্গেট করা হয়েছিল তাকে।
তার ভাষ্যমতে, “আমি যদি ফিল্ম ফেটারনিটির অংশ হতাম, আমার যদি একজন গডফাদার থাকত, তাহলে সিনেমা না চললেও বলিউডের সবচেয়ে বড় প্রোজেক্টে আমি ডাক পেতাম। যদিও আমি সেসব নিয়ে ভাবি না। হতে পারে আমার জন্মই হয়েছে শুধুমাত্র ব্লকবাস্টার ছবিতে কাজ করার জন্য।“