নুসরাত ফারিয়াকে নিয়ে ভাবেন না বাংলাদেশি নির্মাতারা!

নুসরাত ফারিয়াকে নিয়ে ভাবেন না বাংলাদেশি নির্মাতারা!

১ সেপ্টেম্বর শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমা দেখতে ঢাকার এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে আসেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সেখানেই সাংবাদিকদের সম্মুখীন হলে কিছু বক্তব্য রাখেন তিনি।

ফারিয়া বলেন, “বাংলাদেশের ডিরেক্টররা আমাকে নিয়ে ভাবেন কম। তারা হয়তো মনে করেন, ও আচ্ছা সে খুব সুন্দরী। তাকে মনে হয় ভাঙা যাবে না। আমার মনে হয়, নুর ইমরান মিঠু সেটা করিয়ে দেখিয়েছেন ‘পাতালঘর’-এ। আমি যে রকম ভালোবাসা ‘পাতালঘর’ থেকে পেয়েছি বা সাড়া পেয়েছি, সেটা আসলেই অন্য রকম। আমার ভীষণ ভালো লাগার।“

তিনি আরও জানান, বাংলাদেশের নির্মাতারা তাকে ভাঙতে না পারলেও কলকাতার নির্মাতারা তা পেরেছে। 


মন্তব্য


সর্বশেষ সংবাদ