চলে গেলেন ‘আগস্ট এইট’

চলে গেলেন ‘আগস্ট এইট’
রে ডেভন জ্যাকবস  © সংগৃহীত

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ডি জে খালিদের ‘আই এম দ্য ওয়ান’ গানটি  লেখার মাধ্যমে রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যান রে ডেভন জ্যাকবস। তিনি তার পেশাগত নাম ‘আগস্ট এইট’ নামেই বেশি পরিচিত। ২০২৩ সালের ২৮ আগস্ট ৩১ বছর বয়সে মৃত্যুবরণ করেন আলোচিত এ সঙ্গীত তারকা। তার মৃত্যুতে চিত্রালী গভীর শোক প্রকাশ করছে। 


মন্তব্য


সর্বশেষ সংবাদ