বাংলাদেশে সালমানের সিনেমা ব্যর্থ- যা বললেন ডিপজল

বাংলাদেশে সালমানের সিনেমা ব্যর্থ- যা বললেন ডিপজল

২৫ আগস্ট বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় বলিউডের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। পাশের দেশের সুপারস্টার সালমান খান সিনেমাটির মূল চরিত্রে থাকার পরও এটি রীতিমত মুখ থুবড়ে পড়েছে হলগুলোতে। 

ফলশ্রুতিতেই নিজের বক্তব্য জানালেন ঢাকাই চলচ্চিত্রের খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তিনি আগে থেকেই ধারণা করতে পেরেছিলেন হিন্দি সিনেমা মুক্তি দিয়ে বাংলাদেশের মানুষকে হলমুখী করা যাবে না। এই বিষয়ে আগেও কয়েকবার কথা বলেছেন  তিনি।

ডিপজল জানান, নিজেরও সিনেমা হল চালানোর অভিজ্ঞতা আছে তার। তাই তিনি ভালমতোই জানেন দর্শকদের সিনেমার পছন্দ নিয়ে। 


মন্তব্য


সর্বশেষ সংবাদ