Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫

সেরার লড়াইয়ে আলিয়া-কারিনার প্রতিদ্বন্দ্বী ১৭ বছরের তরুণী

আলিয়া-কারিনার প্রতিদ্বন্দ্বী ১৭ বছর বয়সী অভিনেত্রী

১৭ বছর বয়সী তরুণী

গেল শনিবার ভারতের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৫-এর মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে। এবারের সেরা অভিনেত্রী (সমালোচক পুরস্কার) বিভাগে নতুন করে এসেছে ১৭ বছর বয়সী তরুণী নিতাংশি গোয়েল-এর নাম। তিনি মুখোমুখি হচ্ছেন বলিউড তারকা আলিয়া ভাট, কারিনা কাপুর, বিদ্যা বালানের মতো অভিজ্ঞ অভিনেত্রীদের সাথে।

সিনেমায় কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’ ছবিটি এগিয়ে রয়েছে সবচেয়ে বেশি মনোনয়ন নিয়ে। এর পরেই আছে শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী ২’, অজয় দেবগনের ‘ময়দান’ ও ইয়ামি গৌতমের ‘আর্টিকেল ৩৭০’।

তবে সবকিছু ছাপিয়ে বলিপাড়ার আলোচনার মূল বিষয়ে পরিণত হয়েছেন অভিনেত্রী নিতাংশি গোয়েল। ‘লাপাতা লেডিজ’–এর ‘ফুল কুমারী’ চরিত্রে অভিনয় করেই সবার নজর কাড়েন তিনি। ছবিটি ছিল ভারতের সরকারি অস্কার মনোনীত চলচ্চিত্র।

সমালোচক পুরস্কার ক্যাটাগরিতে সেরা অভিনেত্রী হিসেবে গোয়েলের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন আলিয়া ভাট (‘জিগরা’), কারিনা কাপুর (‘দ্য বাকিংহাম মার্ডার্স’), প্রতিভা রন্তা (‘লাপাতা লেডিজ’) ও বিদ্যা বালান (‘দো অউর দো পেয়ার’)। কারিনা (৪৫) ও বিদ্যা (৪৬) পেরিয়েছেন চল্লিশের কোঠা, আলিয়া এখন ৩২, প্রতিযোগিতায় থাকা ‘লাপাতা লেডিজ’–এর আরেক অভিনেত্রী প্রতিভার বয়স ২৪। আর নিতাংশি মাত্র ১৮, যদিও শুটিংয়ের সময় তার বয়স ছিল ১৭।

কান উৎসবে নিতাংশি গোয়েল

তবে ১৭ বছর বয়সী তরুণী নিতাংশি গোয়েল বড় মঞ্চে এর আগেও ছিলেন। আইফা অ্যাওয়ার্ডস ২০২৫–এ সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছিলেন তিনি। সেই দৌড়ে তিনি পেছনে ফেলেছিলেন আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, ইয়ামি গৌতম এবং শ্রদ্ধা কাপুরের মতো অভিনেত্রীকে।

পুরস্কার জয়ের পর আনন্দের সঙ্গে গোয়েল বলেছিলেন, ‘আমি আশা করেছিলাম “লাপাতা লেডিজ” বড় কিছু পাবে, কিন্তু নিজে যে জিতব, তা কল্পনাও করিনি। অন্য মনোনীত সবাই অসাধারণ অভিনেত্রী, আমি তাদের ভক্ত।’

কয়েক মাস আগেই প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে লালগালিচায় হেঁটেছেন নিতাংশি। সাদা শাড়ি ও ঐতিহ্যবাহী সাজে তিনি বলিউডের প্রজন্মান্তরের নায়িকাদের প্রতি শ্রদ্ধা জানান।

অজয় দেবগনের সাথে

নিতাংশি গোয়েল অভিনয়ে যাত্রা শুরু করেন ‘লাপাতা লেডিজ’ দিয়ে। হাস্যরসাত্মক এ ছবিতে দেখানো হয়, কীভাবে নববিবাহিত দুই বধু ট্রেনে নিজেদের স্বামীর বদলে অন্যের বাড়িতে গিয়ে পৌঁছে যায়। ছবিতে গোয়েলের পাশাপাশি অভিনয় করেছেন প্রতিভা রন্তা, স্পর্শ শ্রীবাস্তব, ছায়া কদম ও রবি কৃশান। এরপর ২০২৪ সালে অভিনেতা অজয় দেবগনের সঙ্গে অভিনয় করেছেন ‘ময়দান’ সিনেমায়। এরপরে এই অভিনেত্রীর আর কোন সিনেমায় অংশগ্রহনের খবর পাওয়া যায়নি। তবে ১৭ বছর বয়সে যা করে ফেলেছেন তা নিয়েই চলছে ব্যাপক হৈচৈ।   

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

টাকার অভাবে চুমু খেতে হতো সাইফ আলী খানকে

প্রযোজকের গালে ১০ বার চুমু বলিউড অভিনেতা সাইফ আলী খান জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে এক নারী প্রযোজকের কাছ…
টাকার অভাবে চুমু খেতে হতো সাইফ আলী খানকে

মেহজাবীনের ‘সাবা’ অস্কারে না পাঠানোয় ক্ষোভ স্বামী আদনানের

অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম গত শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেহজাবীন চৌধুরী অভিনীত…
মেহজাবীনের ‘সাবা’ অস্কারে না পাঠানোয় ক্ষোভ স্বামী আদনানের

তানযীর তুহিনের ‘সত্তা’ সন্ধ্যায় ফিরলেন এন্ড্রু কিশোর ও জুবিন গার্গ  

মুক্তি পেয়েছে আভাস ব্যান্ডের নতুন গান গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের ইয়ামাহা মিউজিক স্টোরে এক…
তানযীর তুহিনের ‘সত্তা’ সন্ধ্যায় ফিরলেন এন্ড্রু কিশোর ও জুবিন গার্গ

দেশ থেকে অস্কারে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’

অস্কারে অংশগ্রহণের জন্য নির্বাচন বাংলাদেশ থেকে অস্কারে অংশগ্রহণের জন্য নির্বাচন করা হয়েছে লিসা গাজীর সিনেমা…
দেশ থেকে অস্কারে যাচ্ছে বাড়ির নাম শাহানা’
0
Share