’সল্ট’য়ের জন্য ’ডেসপারেডো’- জোলির জন্য হায়েক

’সল্ট’য়ের জন্য ’ডেসপারেডো’- জোলির জন্য হায়েক
অ্যাঞ্জেলিনা জোলি ও সালমা হায়েক  © সংগৃহীত

অ্যাঞ্জেলিনা জোলির জন্য ব্যবসায়ী সঙ্গী খুঁজছেন অভিনেত্রীর ভালো বন্ধু সালমা হায়েক।

তবে ধনী নয়, মনের দিক দিয়ে ভালো মানুষই নিজের বান্ধবীর জন্য খুঁজছেন সালমা। নায়িকা তার বান্ধবী অ্যাঞ্জেলিনা জোলির জন্য শুধু সঙ্গীই নয়, তার সন্তানদের জন্য একজন দায়িত্ববান অভিভাবকও খুঁজছেন।

অ্যাঞ্জেলিনা জোলি এর আগে জনি লি মিলার (১৯৯৬–১৯৯৯), বিলি বব থর্নটন((২০০০–২০০৩) ও ব্র্যাড পিট(২০১৪–২০১৯) এর সাথে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। অভিনেতাদের সাথে নায়িকার তিক্ত অভিজ্ঞতার জেরেই বান্ধবীর হিতে এই সিদ্ধান্ত নিয়েছেন সালমা।

অভিনেতা জোশ  লুকাস এবং এডওয়ার্ড নর্টনের সাথে ব্যর্থ সম্পর্কের পর ফরাসি ব্যবসায়ীকে বিয়ে করে বেশ খুশিই আছেন সালমা হায়েক।

মেক্সিকান এ অভিনেত্রী  ২০০৯ সালে  ফ্রঁসোয়া-অঁরি পিনোকে বিয়ে করেন। ফরাসি এ ব্যবসায়ীর বর্তমান নেট ওয়ার্থ ৩৬ বিলিয়ন মার্কিন ডলার।

সালমা হায়েক  ও অ্যাঞ্জেলিনা জোলি  খুবই ঘনিষ্ঠ বান্ধবী। প্রায়ই একসাথে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তারা। আগস্ট মাসে সন্তানদের সাথে ওয়েস্ট হলিউডের একটি রেস্তোরাঁয় দুই অভিনেত্রীকে একসাথে দেখা গিয়েছিল।

সালমা ও অ্যাঞ্জেলিনা  ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ইটারনালস’ নামক চলচ্চিত্রে এক সাথে কাজ করেছিলেন। এছাড়াও মুক্তির অপেক্ষায় থাকা ‘উইদাউট ব্লাড’ এ পরিচালক হিসেবে নির্দেশনা দিতে গিয়ে সালমার সাথে বন্ধুত্ব আরও গভীর হয় অ্যাঞ্জেলিনার।

সালমার মত এমন বন্ধু কে-বা না চাইবে নিজের জীবনে? 


মন্তব্য


সর্বশেষ সংবাদ