বিয়ের দুই বছরেই ডিভোর্সের পথে হাঁটছেন আরিয়ানা গ্রান্দে ও ডাল্টন গোমেজ।

বিয়ের দুই বছরেই ডিভোর্সের পথে হাঁটছেন আরিয়ানা গ্রান্দে ও ডাল্টন গোমেজ।
আরিয়ানা গ্রান্দে ও ডাল্টন গোমেজ  © সংগৃহীত

ডিভোর্সের জন্য আদালতে আপিল করেছেন আরিয়ানা গ্রান্দে। বিয়ের দুই বছরের মাথায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

১৮ সেপ্টেম্বর ডিভোর্সের জন্য আরিয়ানার আইনজীবী আপিল করার পরপরই এর উত্তরে  স্বামী ডাল্টন গোমেজও ডিভোর্সের জন্য আদালতের দ্বারস্থ হন।

শোনা যাচ্ছে, তাদের দুইজনের সম্মতিতেই আলাদা হচ্ছেন এ দম্পতি। এর আগে জুলাই মাসে নিজের বিয়ের আংটি ছাড়া পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ার পর মার্কিন তারকার বিয়ের ভাঙন নিয়ে জোর গুঞ্জন শুরু হয় মিডিয়াপাড়ায়।

দম্পতির ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, ফেব্রুয়ারি মাসেই আলাদা হয়ে গিয়েছিলেন তারকা দম্পতি।  সম্পর্ককে জোড়া লাগানোর জন্য জোর  প্রচেষ্টা করেও ব্যর্থ হন তারা। আর  তাই একে অন্যের প্রতি সম্মান বজায় রেখেই ডিভোর্সের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন এ দম্পতি।

২০২১ সালের মে মাসে ক্যালিফোর্নিয়ার মোনটেসিটোর বাড়িতে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে রিয়েল এস্টেট এজেন্ট ডাল্টন গোমেজকে বিয়ে করেন আরিয়ানা।

প্রসঙ্গত, মার্কিন অভিনেতা ইথান স্লেটারের সাথে ‘উইকেড’ চলচ্চিত্রের শুটিং করার সময় সম্পর্কে জড়িয়ে যান আরিয়ানা গ্রান্দে। ইথান তার স্ত্রীকে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ডিভোর্স  দেয়।

ইথানের নিজের স্ত্রীকে ডিভোর্স দেওয়ার  পরেই আরিয়ানার  ডিভোর্সের  খবরে সয়লাব হয়ে যায় গণমাধ্যম। 


মন্তব্য


সর্বশেষ সংবাদ