অভিনয় থেকে লেখায় হুমা কুরেশি

অভিনয় থেকে লেখায় হুমা কুরেশি
 হুমা কুরেশি ও তার বই   © সংগৃহীত

উপন্যাস লিখেছেন বলিউডের অভিনেত্রী হুমা কুরেশি। ফলশ্রুতিতে অভিনয়ের পর এবার লেখিকা হওয়ার পথে হাঁটতে চলেছেন তিনি।

সম্প্রতি হুমা তার সামাজিক মাধ্যমের অফিশিয়াল হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে তার ভক্ত ও অনুরাগীদের জানান নিজের উপন্যাস সম্পর্কে। তার উপন্যাসের সম্ভাব্য নাম হলো ‘জিবা: দ্য অ্যাক্সিডেন্টাল সুপারহিরো’।

হুমা তার পোস্টের ক্যাপশনে লিখেন, “বেরিয়ে এসেছে থলের বিড়াল!! আমি অনেক আনন্দের সাথে ঘোষণা করছি হারপারকলিন্স ইন্ডিয়ার সাথে আমার প্রথম উপন্যাস ‘জিবা: দ্য অ্যাক্সিডেন্টাল সুপারহিরো’-এর।“ তিনি তার পোস্টে আরও জানান, বইটি ২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রকাশ করা হবে। পাশাপাশি তার লেখা বইটি কেনার জন্য সবাই কেমন আগ্রহী তা জানতে চেয়ে সবাইকে মন্তব্য করার জন্য অনুরোধ করেন নব্য এই লেখিকা।

অভিনয় জগতে এক দশক পূর্ণ করেছেন হুমা। আর দুই বছর ধরে এই উপন্যাস প্রকাশের পরিকল্পনা করছিলেন তিনি। এবার হাতে কলম ধরে খুবই উচ্ছ্বাসিত ‘গ্যাংস অব ওয়াসিপুর' খ্যাত এই তারকা। 

 

ছবি: ফেসবুক 


মন্তব্য


সর্বশেষ সংবাদ