Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

নেটফ্লিক্সের হাতে ওয়ার্নার ব্রাদার্স – ২০২৫ এর বৃহত্তম স্ট্রিমিং চুক্তি

নেটফ্লিক্সের হাতে ওয়ার্নার ব্রাদার্স
নেটফ্লিক্সের হাতে ওয়ার্নার ব্রাদার্স

৮২.৭ বিলিয়ন ডলারের চুক্তিতে ঐতিহাসিক অধিগ্রহণ

হলিউডের অন্যতম প্রাচীন স্টুডিও ওয়ার্নার ব্রস (Warner Bros) অবশেষে নেটফ্লিক্সের ছাতার নিচে আসতে চলেছে। শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়েছে যে প্রায় $৭২ বিলিয়ন (ঋণসহ মোট মূল্য $৮২.৭ বিলিয়ন) মূল্যের চুক্তিতে নেটফ্লিক্সের হাতে ওয়ার্নার ব্রাদার্স । এই একীভূত হওয়ার মাধ্যমে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স তার সাম্রাজ্যে হলিউডের শতবর্ষী স্টুডিওটিকে যোগ করতে যাচ্ছে, যা বিনোদন জগতে বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘ আলোচনার পর কমকাস্ট এবং প্যারামাউন্ট স্কাইড্যান্সের মতো প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে নিলামে বিজয়ী হয়েছে নেটফ্লিক্স।

নেটফ্লিক্সের হাতে ওয়ার্নার ব্রাদার্স
নেটফ্লিক্সের হাতে ওয়ার্নার ব্রাদার্স

চুক্তির বিস্তারিত ও শর্তাবলী

নেটফ্লিক্স এবং ওয়ার্নার ব্রস ডিসকভারি (WBD) ইতোমধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর করেছে, যার আওতায় Warner Bros এর চলচ্চিত্র ও টেলিভিশন স্টুডিও, HBO এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম HBO Max ও অন্তর্ভুক্ত থাকবে। বোর্ড অব ডিরেক্টরস সর্বসম্মতিক্রমে এই অধিগ্রহণ অনুমোদন করেছে এবং চুক্তিটি সম্পন্ন হতে প্রায় ১২–১৮ মাস সময় লাগতে পারে। WBD আগেই তাদের টিভি নেটওয়ার্ক ব্যবসা “Discovery Global” নামে আলাদা প্রতিষ্ঠান হিসেবে স্পিন অফ করার ঘোষণা দিয়েছে; সেই প্রক্রিয়া ২০২৬ সালের তৃতীয় ত্রৈমাসিকে শেষ হওয়ার পরই এই অধিগ্রহণ চূড়ান্তভাবে সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে। চুক্তি সম্পন্ন হওয়ার আগে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং শেয়ারহোল্ডারদের সম্মতিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করতে হবে।

চুক্তির দিকসমূহ:

  • অধিগ্রহণের মূল্য: মোট মূল্যে প্রায় $৮২.৭ বিলিয়ন প্রায় ৭২০০ কোটি ডলার যার মধ্যে শেয়ারমূল্য অনুযায়ী $৭২ বিলিয়ন নগদ ও স্টক বিনিময় রয়েছে। এটি মিডিয়া ইতিহাসের অন্যতম বৃহত্তম অধিগ্রহণ হিসাবে গণ্য হচ্ছে।
  • অন্তর্ভুক্ত সম্পদ: Warner Bros এর শতবর্ষের ফিল্ম ও টিভি স্টুডিও ছাড়াও HBO চ্যানেল এবং HBO Max স্ট্রিমিং পরিষেবাও নেটফ্লিক্সের অধীনে আসবে। অর্থাৎ ব্যাটম্যান, হ্যারি পটার, গেম অফ থ্রোন্স, দ্য সুপ্রানোস, দ্য বিগ ব্যাং থিওরির মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির স্বত্বসহ বিশাল কনটেন্ট লাইব্রেরি এখন নেটফ্লিক্সের অংশ হবে।
নেটফ্লিক্সের হাতে ওয়ার্নার ব্রাদার্স
নেটফ্লিক্সে অন্তর্ভুক্ত সম্পদ
  • সময়সূচি: চুক্তি কার্যকর হতে ২০২৬ সালের শেষ পর্যন্ত লেগে যেতে পারে। সংশ্লিষ্ট কোম্পানিগুলো জানিয়েছে যে সব নিয়ন্ত্রক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ১২ থেকে ১৮ মাসের মধ্যে অধিগ্রহণটি সম্পন্ন করার লক্ষ্য রাখা হয়েছ।

বিনোদন জগতে সম্ভাব্য প্রভাব ও পরিবর্তন

এই ঐতিহাসিক অধিগ্রহণের ফলে হলিউড ও স্ট্রিমিং শিল্পে বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। Netflix জানিয়েছে যে Warner Bros এর বিশ্বখ্যাত কন্টেন্ট ও শত বছরের গল্প বলার ঐতিহ্যের সাথে তাদের আধুনিক স্ট্রিমিং প্ল্যাটফর্মের সমন্বয় বিশ্বব্যাপী দর্শকদের জন্য বিনোদনের নতুন মাত্রা যোগ করবে। ওয়ার্নার ব্রসের জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ও টিভি শোগুলো যেমন DC ইউনিভার্স, গেম অফ থ্রোন্স, ফ্রেন্ডস প্রভৃতি এখন নেটফ্লিক্সের নিজস্ব হিট সিরিজ যেমন Stranger Things, Wednesday ইত্যাদি এর পাশে একই ছাতার তলায় পাওয়া যাবে। কোম্পানির দাবি, এর মাধ্যমে গ্রাহকরা আরো বেশি পছন্দের কনটেন্ট এক প্ল্যাটফর্মে উপভোগ করতে পারবেন এবং সৃজনশীল নির্মাতারাও বৃহত্তর দর্শকগোষ্ঠীর জন্য কাজের সুযোগ পাবেন। এছাড়া, নেটফ্লিক্স আশা করছে যে প্রযুক্তি ও পরিচালনা খাতে সমন্বয় সাধনের মাধ্যমে বছরে ২-৩ বিলিয়ন ডলার ব্যয়ের সাশ্রয় করা সম্ভব হবে, যা দীর্ঘমেয়াদে তাদের ব্যবসাকে আরও স্থিতিশীল করবে।

নেটফ্লিক্সের হাতে ওয়ার্নার ব্রাদার্স
নেটফ্লিক্সের হাতে ওয়ার্নার ব্রাদার্স

নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা ওয়ার্নার ব্রসের বর্তমান অপারেশন ও বিন্যাস বজায় রাখবে এবং সিনেমা হলে চলচ্চিত্র মুক্তির মত প্রথাগত ব্যবস্থাও অব্যাহত থাকবে। সহ প্রধান নির্বাহী টেড সারানডোস বলেছেন যে ওয়ার্নার ব্রসের যেসব চলচ্চিত্র পূর্বপরিকল্পনা অনুযায়ী প্রেক্ষাগৃহে মুক্তির কথা, সেগুলো সেইভাবেই চালু থাকবে। অর্থাৎ, এই অধিগ্রহণের পরও প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি ও তৃতীয় পক্ষকে টিভি কনটেন্ট সরবরাহের চলমান প্রক্রিয়া অব্যাহত থাকবে, যাতে হলিউডের বিদ্যমান ব্যবসায়িক ধারা হুট করে ব্যাহত না হয়। নেটফ্লিক্স তাদের নিজস্ব প্ল্যাটফর্মের জন্য আলাদা কনটেন্ট তৈরিও চালিয়ে যাবে বলে জানিয়েছে।

চ্যালেঞ্জ, প্রতিক্রিয়া ও আগামীদিন

বিশ্লেষকদের মতে এটি বিনোদন জগতে “গেম চেঞ্জার” হিসেবে আবির্ভূত হতে পারে, তবে এর সম্পূর্ণ প্রভাব এখনও অনিশ্চিত। এত বড় মাপের অধিগ্রহণ বাস্তবায়নে দুটি প্রতিষ্ঠানের সংস্কৃতি ও কার্যক্রম মিলিয়ে চালানো নেটফ্লিক্সের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। একই সাথে, হলিউডের শ্রমিক ইউনিয়ন ও চলচ্চিত্র নির্মাতা মহলের একটি অংশ এই চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আমেরিকান লেখক সংঘ ও অন্যান্য সংগঠন মনে করছে, নেটফ্লিক্স-ওয়ার্নার ব্রসের এই মেগা মার্জারটির ফলে কর্মসংস্থান কমতে পারে, সৃষ্টিশীল কাজে বাধা আসতে পারে এবং বাজারে প্রতিযোগিতা হ্রাস পেতে পারে। তারা এই একীভূতকরণটি আটকানোর আহ্বান জানিয়ে বলেছে এটি “দর্শকদের জন্যও খারাপ হতে পারে” বলে শঙ্কা। এছাড়া প্রেক্ষাগৃহ মালিকদের সংগঠনগুলিও আশঙ্কা করছে যে বিপুল কনটেন্ট একছত্রে চলে এলে বছরে মোট বক্স অফিসের একটি বড় অংশ ঝুঁকির মুখে পড়বে।

নেটফ্লিক্স অবশ্য নিশ্চিত করেছে যে তারা এই চুক্তি সম্পন্নের জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেতে যথেষ্ট আশাবাদী এবং প্রয়োজনীয় শর্ত পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। সহ CEO টেড সারানডোস এবং গ্রেগ পিটার্স উভয়েই বলেছেন যে এই সমন্বয় দর্শকদের আরও ভালো অভিজ্ঞতা দিতে এবং কোম্পানির ভবিষ্যৎ বৃদ্ধি ত্বরান্বিত করতে সহায়ক হবে। HBO Max ব্র্যান্ডটি আলাদা ভাবে থাকবে কি না, সে বিষয়ে পিটার্স ইঙ্গিত দিয়েছেন যে ব্র্যান্ডের গুরুত্ব আছে তবে এখনও নির্দিষ্ট পরিকল্পনা প্রকাশের সময় আসেনি। অর্থাৎ, Warner Media এর এই জনপ্রিয় স্ট্রিমিং পরিষেবাটি হয়তো নেটফ্লিক্সের সাথে সংযুক্ত কোনো প্যাকেজ বা পৃথক সেবা, যে কোন রূপেই থাকুক না কেন, দর্শকদের কন্টেন্ট প্রাপ্তিতে বৈচিত্র্য থাকবে।

পরবর্তী পদক্ষেপ

সমস্ত আইনি ও নিয়ন্ত্রক প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে পারলে ২০২৫-২৬ সালের মধ্যে Netflix ওয়ার্নার ব্রস অধিগ্রহণটি কার্যকর হবে। তখন স্ট্রিমিং দুনিয়ার শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম এবং হলিউডের ঐতিহ্যবাহী স্টুডিও একীভূত হয়ে বিনোদনের একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। সাধারণ দর্শকদের জন্য এটি অর্থ হতে পারে একসাথে আরও সমৃদ্ধ কনটেন্টের ভাণ্ডার, যদিও সাবস্ক্রিপশনের মূল্য ও পরিষেবার কাঠামোয় কিছু পরিবর্তন আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত, এই ডিলটি সফলভাবে বাস্তবায়িত হলে এটি প্রমাণ করবে যে ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো এখন বিনোদন জগতের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিচ্ছে, এবং শতাব্দীপ্রাচীন স্টুডিওগুলোও সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে নতুন দিগন্তে এগিয়ে যাচ্ছে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সৌদিতে রেড সি ফেস্ট – তারার মেলায় ঝলমলে আয়োজন

নজর কাড়েন ঐশ্বরিয়া, ডাকোটা ও জেসিকা সৌদিতে রেড সি ফেস্ট শুরু হয়েছে ১০ দিন ব্যাপি আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব…
সৌদিতে রেড সি ফেস্ট - তারার মেলা

লন্ডনে শাহরুখ-কাজল ভাস্কর্য : ডিডিএলজে ৩০ বছর পূর্তি

বলিউড জুটির প্রতি আন্তর্জাতিক শ্রদ্ধা লন্ডনে শাহরুখ-কাজল ভাস্কর্য । বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কাজলকে…
লন্ডনে শাহরুখ-কাজল ভাস্কর্য

শাহরুখের ছেলে আরিয়ান আবারও বিতর্কে – অশালীন ভিডিও ভাইরাল

অশালীন আচরণে সমালোচনার মুখে আরিয়ান খান অশালীন অঙ্গভঙ্গি ও ইঙ্গিতে বলিউড কিং শাহরুখের ছেলে আরিয়ান আবারও বিতর্কে…
শাহরুখের ছেলে আরিয়ান আবারও বিতর্কে
0
Share