পাপারাজ্জি ও ভক্তদের আবেগঘন বার্তা
বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। হঠাৎ বিনোদন জগত থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু হঠাৎ কেন অন্তরালে যাচ্ছেন নেহা কক্কর। গায়িকার এই আকস্মিক সিদ্ধান্তে রীতিমতো স্তম্ভিত তাঁর অনুরাগীরা। সোমবার ইনস্টাগ্রামে একের পর এক রহস্যময় স্টোরি শেয়ার করে আচমকাই আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। সেই পোস্টগুলোতে ইঙ্গিত পাওয়া যায় ব্যক্তিগত ও পেশাগত জীবন থেকে আপাতত সরে যেতে চান নেহা।

ইনস্টাগ্রাম স্টোরিতে নেহা লেখেন, তিনি দায়িত্ব, সম্পর্ক ও কাজ সবকিছু থেকেই বিরতি নিতে চান। এমনকি ভবিষ্যতে আদৌ তিনি ফিরবেন কি না, সে বিষয়েও অনিশ্চয়তার কথা উল্লেখ করেন। যদিও পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই স্টোরিগুলো মুছে ফেলেন এই গায়িকা, যা ভক্তদের বিভ্রান্তি আরও বাড়িয়ে দেয়।
প্রথম স্টোরিতে নেহা কক্কর লেখেন, “দায়িত্ব, সম্পর্ক, কাজ এই মুহূর্তে যা কিছু মাথায় আসছে, সবকিছু থেকে বিরতি নেওয়ার সময় এসেছে। আমি ফিরব কি না, জানি না। ধন্যবাদ।”

এরপর আরেকটি স্টোরিতে পাপারাজ্জি ও ভক্তদের উদ্দেশে আবেগঘন অনুরোধ জানান তিনি। সেখানে নেহা লেখেন, “আমি পাপারাজ্জি ও ভক্তদের অনুরোধ করছি, আমাকে যেন ভিডিও না করা হয়। দয়া করে আমার ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাকে এই পৃথিবীতে স্বাধীনভাবে বাঁচতে দিন। কোনো ক্যামেরা নয়, প্লিজ। শান্তির জন্য এটুকুই চাই।”
কেন এমন আবেগঘন পোস্ট করলেন নেহা, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি। তবে অনেকের ধারণা, সম্প্রতি মুক্তি পাওয়া তার নতুন গান ‘ক্যান্ডি শপ’ ঘিরে হওয়া তীব্র অনলাইন ট্রোলিং থেকেই এই মানসিক চাপের সৃষ্টি হতে পারে।

গত ১৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ক্যান্ডি শপ’-এ নেহার সঙ্গে ছিলেন তার ভাই টনি কক্কর। গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এর আগেও বিতর্কে জড়িয়েছেন নেহা। ২০২৫ সালে মেলবোর্নে এক কনসার্টে মঞ্চে কেঁদে ফেলেন নেহা। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে নতুন করে আলোচনায় আসেন তিনি। নেহা কক্কর ২০২০ সালে গায়ক রোহনপ্রীত সিংকে বিয়ে করেন। সব মিলিয়ে সব ছেড়ে হঠাৎ তার এই অন্তরালে ফেরার কারণ গবেষণায় ব্যস্ত নেটাগরিকরা।