ফারহান বর্তমানে ওমরাহ পালনে
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান বর্তমানে ওমরাহ পালনে আছেন মক্কা নগরীতে। সেখান থেকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিও বার্তা শেয়ার করেছেন।
এতে দেখা যায়, তিনি ইহরামের সাদা পোশাক পরে পবিত্র কাবা শরীফের সামনে বসে আছেন। আবেগভরা কণ্ঠে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার কাবা শরীফের সামনে এসেছি। কালো পাথরে চুমু দিতে পেরেছি— এটা আল্লাহর অশেষ রহমত। ‘অভিনেতা ফারহান আরও বলেন, ‘এর চেয়ে বড় পাওয়া জীবনে আর কিছু নেই। আল্লাহ সবাইকে এই পবিত্র স্থানে আসার তাওফিক দান করুক। আর সবাই আমার জন্য দোয়া করবেন।’
মক্কায় অভিনেতাকে পেয়ে প্রবাসী বাঙালিদের অনেকেই ছবি তুলতে দেখা গেছে। ফারহানও আবদার মেটান হাসিমুখে। যা ভক্তদের আরও কাছাকাছি টেনে নিয়েছে তাকে। দেশ-বিদেশের অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী প্রার্থনা করছেন, আল্লাহ যেন মুশফিক আর ফারহানের এই পথচলা কবুল করেন এবং তাকে কল্যাণের পথে পরিচালিত করেন।
চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফিরবেন মুশফিক আর ফারহান। ফিরেই নতুন নাটকের শুটিংয়েও যোগ দেবেন তিনি।