ম্রুণালের সাথে ক্রিকেটার শ্রেয়াসের প্রেম
ভারতের বলিউড ও ক্রীড়াঙ্গনের সম্পর্ক বহু পুরনো। এই দুই পেশার ব্যক্তিদের মধ্যে প্রেম, প্রণয়, বিয়ে সবই দেখা যায় নিয়মিতই। সম্প্রতি ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে গায়ক ও সুরকার পলাশ মুচ্ছলের প্রেম, বিয়ে ও বিয়ে স্থগিতের খবরও এসেছে। সেইসূত্র ধরেই এবার অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সাথে শ্রেয়াস আইয়ারের প্রেমের গুঞ্জন উঠেছে।

একটি রেডিট পোস্টে প্রথম অভিনেত্রী ম্রুণাল ঠাকুর ও ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ারের প্রেমের গুঞ্জন উঠেছে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। রেডিট পোস্টে দাবি করা হয়েছে যে শ্রেয়াস ও ম্রুণাল কয়েক মাস ধরে ‘প্রাইভেট এবং এক্সক্লুসিভ’ সম্পর্ক উপভোগ করছেন। পোস্টের বক্তব্য অনুযায়ী, তাদের সম্পর্কটি প্রাথমিক ধাপে রয়েছে এবং উভয়ই একে অপরের সঙ্গ বেশ উপভোগ করছেন।
রেডিটের সেসব পোস্টে আরও বলা হয়েছে, তারকাখ্যাতির কারণে মিডিয়া ও জনসমক্ষে বিষয়টি সামনে এলে সম্পর্কের ওপর যে চাপ সৃষ্টি হতে পারে, তা এড়াতেই তাদের এই সিদ্ধান্ত। তাই জনসমক্ষে বা ইভেন্টে না এসে, তারা মূলত ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে অথবা একান্তই দেখা করছেন।
এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতের একাধিক মিডিয়া। তবে এটি অবশ্যই উল্লেখ করা দরকার, এই প্রেমের জল্পনা পুরোপুরি অনলাইন জল্পনার ওপর ভিত্তি করে তৈরি, এবং শ্রেয়াস বা ম্রুণাল কেউই এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করে সত্যতা নিশ্চিত করেননি। এমনকি তাদের কাছের কেউই এ বিষয় নিশ্চিত করেননি। তাই ম্রুণাল ঠাকুরের সাথে শ্রেয়াস আইয়ারের প্রেমের গুঞ্জন আপাতত গুজবই বলা যায়।

গত ২৫ অক্টোবর সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যাচ নিতে গিয়ে গুরুতর চোট পান ৩০ বছর বয়সী আইয়ার। ড্রেসিংরুমে ফেরার পর অস্বস্তি অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হতে হয় তাকে।
মৃণাল ঠাকুরের তেলেগু ছবি “হি নান্না” (২০২৩) মুক্তি পাওয়ার পর ২০২৫ সালে মুক্তি পেয়েছে “সন অফ সর্দার ২”। তিনি অজয় দেবগনের সাথে অভিনয় করেছেন এই সিনেমায়। এর আগে ২০২৩ সালে “লাস্ট স্টোরিজ ২”-দিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেত্রী।