চিনিও না, হুমকির প্রশ্নই আসে না: মেহজাবীন
হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগে করা মামলা থেকে অব্যাহতি পেলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সোমবার সকালে শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার নির্বাহী আদালতের ম্যাজিস্ট্রেট আদনান জুলফিকার। মামলার বিষয়ে মেহজাবীন ও আলিশানের জবাব দাখিলের জন্য দিন ধার্য ছিল। জবাব দাখিলের পর শুনানি নিয়ে তাদের মামলা থেকে অব্যাহতির আদেশ দেয় আদালত।

এসময় আদালত মামলার বাদীর নাম ধরে একাধিকবার ডাকলেও তিনি আদালতে উপস্থিত হননি। পরে মেহজাবীনের আইনজীবী শুনানি শুরু করলে আদালতে উপস্থিত হন বাদী। পরে মেহজাবীনের আইনজীবী শুনানি শুরু করলে আদালতে উপস্থিত হন বাদী।
পরে আদালত তাকে জিজ্ঞেস করেন, মেহজাবীন চৌধুরী কি আপনাকে হুমকি দিয়েছেন? তিনি বলেন, না। আদালত তাকে আবার জিজ্ঞেস করেন, তার ভাই কি হুমকি দিয়েছেন? জবাবে বলেন, না।

মেহজাবীনকে যেসব প্রশ্ন করলেন বিচারক
পরে আদালত মেহজাবীন চৌধুরীকে জিজ্ঞেস করেন, আপনি কি তাকে হুমকি দিয়েছেন? জবাব দেন, না। আমরা উনাকে চিনি না। কখনো দেখাও হয়নি। উনি কোনো প্রমাণও দিতে পারেননি।
বিচারক আবার জিজ্ঞেস করেন, এর মানে আপনি তাকে কোনো হুমকি দেননি? মেহজাবীন বলেন, প্রশ্নই উঠে না।
আইনজীবী তুহিন হাওলাদার বলেন, “আমরা আদালতকে জানিয়েছি, বাদীর অভিযোগ অসত্য, মনগড়া। মামলায় বাদী ও আসামিদের ঠিকানাও সঠিকভাবে ব্যবহার করেনি। বাদীর ফোন নাম্বরটাও ভুল। পুরো আরজিটা অসম্পন্ন, মনগড়া, ভিত্তিহীন একটা অভিযোগ।”

তিনি বলেন, “আসামিরা বাদীকে চেনেন না। কখনো দেখেননি, পরিচয় নেই। হুমকি দিবেন কিভাবে? হুমকি-ধামকির প্রশ্নই আসে না। বাদীর অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই। অভিযোগের সমর্থনে কোনো কাগজপত্র নেই, যৌক্তিক বক্তব্য উপস্থাপন করতে পারেন নাই’’।
বাদীপক্ষের আইনজীবী রায়হান কাজী নয়ন বলেন, “আসামিরা বাদীকে হুমকি-ধামকি দিয়েছিলেন কি না আদালত এ বিষয়ে মুচলেকা নিয়েছেন। ভবিষ্যতে বাদীকে যেন হুমকি-ধামকি না দেওয়া হয় এমন মুচলেকা নিয়ে তাদের সতর্ক করে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।” বাদীর সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন এ আইনজীবী।

গত ১৬ নভেম্বর মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। পরে, ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে, আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি ঢাকার নির্বাহী আদালতে মামলাটি দায়ের করেন।
