Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, নভেম্বর ১৬, ২০২৫

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

আদালতে আত্মসমর্পণ করেন মেহজাবীন ও তার ভাই

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী। আজ রবিবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক আফরোজা তানিয়া শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

আজ সন্ধ্যায় আদালতে আত্মসমর্পণ করেন তারা দুইজন। এ সময় তাদের আইনজীবী তুহিন হাওলাদার আদালতের কাছে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

এর আগে পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও ভয়ভীতি এবং হত্যার হুমকি দেয়ার অভিযোগে মেহজাবীন ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা করেন বাদি। এরপর গত ১০ নভেম্বর সেই মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে মামলা যেভাবে হল

মামলার সূত্রে জানা গেছে, আমিরুল ইসলামের সাথে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবীন চৌধুরীর নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখবে বলে নগদ অর্থ এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে ২৭ লাখ টাকা দেন।

এরপর মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ায় আমিরুল ইসলাম বিভিন্ন সময় টাকা চাইতে গেলে আজকে দিবো, কালকে দিবো বলে দীর্ঘদিন কালক্ষেপন করে। পরবর্তীতে গত ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে যান তিনি। তাকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন। ওইদিন ঘটনাস্থলে গেলে মেহজাবীন ও তার ভাইসহ আরো অজ্ঞাতনামা ৪-৫ জন গালাগাল করে।

তারা বলেন, এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না। তোকে বাসার সামনে পুনরায় দেখলে জানে মেরে ফেলব। এসব কথা বলে তারা আমিরুলকে জীবননাশের হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট ভাটারা থানায় গেলে কর্তৃপক্ষ আদালতে মামলা করার জন্য পরামর্শ দেয়। এ ঘটনায় আমিরুল ইসলাম ২৪ মার্চ বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

সেই মামলাকে ভুয়া বলে ফেসবুকে স্ট্যাটাস দেন মেহজাবীন। কিন্তু পরে আইনজীবীর পরামর্শে আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই। এ সময় তাদের আইনজীবী তুহিন হাওলাদার আদালতের কাছে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মহেশ বাবুর মহাকাব্যিক রূপে রাজামৌলির ‘বারাণসী’ ট্রেলার

রাজামৌলির ‘বারাণসী’ ট্রেলার – পৌরাণিক রূপে মহেশ বাবুর দুর্ধর্ষ সূচনা অস্কারজয়ী ‘আরআরআর’ এর পর আবারও বড়…
মহেশ বাবুর মহাকাব্যিক রূপে রাজামৌলির ‘বারাণসী’

বিহারের সর্বকনিষ্ঠ বিধায়ক নির্বাচিত হলেন সংগীতশিল্পী মৈথিলী

বিহারের সর্বকনিষ্ঠ বিধায়ক নির্বাচিত হলেন সংগীতশিল্পী মৈথিলী ইতিহাস গড়লেন তরুণ গায়িকা মৈথিলী ঠাকুর। সর্বকনিষ্ঠ…
বিধায়ক নির্বাচিত হলেন সংগীতশিল্পী মৈথিলী

ফুটবল খেলা নিয়ে আসছে মোশাররফ করিমের সিনেমা  

‘মাই ডিয়ার ফুটবল’: আসছে মোশাররফ করিমের সিনেমা   ফুটবল খেলা নিয়ে আসছে মোশাররফ করিমের সিনেমা। অভিনেতা ও নির্মাতা…
ফুটবল খেলা নিয়ে আসছে মোশাররফ করিমের সিনেমা
0
Share