Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

১৭ সেকেন্ড পানির নিচে – ভক্তদের মুগ্ধ করলেন মাহি  

১৭ সেকেন্ড ধরে পানির নিচে

নিঃশ্বাস বন্ধ করে মাহির ‘পারফেক্ট শট’ : ১৭ সেকেন্ড পানির নিচে

ছোট পর্দার পরিচিত মুখ সামিরা খান মাহি কেবল অভিনয়ের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। সমানভাবে সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় তিনি। ভক্তদের সঙ্গে কাজের অভিজ্ঞতা, ব্যক্তিগত মুহূর্ত কিংবা বিশেষ কনটেন্ট শেয়ার করতে কখনোই দ্বিধা করেন না এই অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিও আবারও প্রমাণ করল, তিনি শুধুই গ্ল্যামারাস নন, পরিশ্রমী এবং সাহসীও বটে। ১৭ সেকেন্ড পানির নিচে দারুণ ভঙ্গিমায় ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে ভক্তদের প্রশংসা কুড়িয়েছে মাহির নতুন রূপে।

১৭ সেকেন্ড ধরে পানির নিচে
সামিরা খান মাহি

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মাহি লিখেছেন, “একটা পারফেক্ট শটের জন্য কতবার শ্বাস বন্ধ রেখেছি জানো?” এই এক লাইনের ক্যাপশনেই যেন লুকিয়ে আছে তার পরিশ্রমের গল্প।

ভিডিওতে দেখা যায়, মাহি একটি সুইমিংপুলের নিচে টানা ১৭ সেকেন্ড নিঃশ্বাস বন্ধ রেখে পারফর্ম করছেন। পানির নিচে স্থির ভঙ্গিমায় থেকে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন তিনি, যেন পুরো মুহূর্তটিই পরিকল্পিত ও নিখুঁতভাবে সাজানো। এমন ‘আন্ডারওয়াটার শট’ সহজ কাজ নয়, বিশেষ করে কেউ যদি পেশাদার সাঁতারু না হন। অথচ মাহির আত্মবিশ্বাস ও অনুশীলনের ছাপ স্পষ্ট ভিডিওটিতে।

এমন ব্যতিক্রমধর্মী ভিডিও দেখার পর অনেকেই ভাবছেন, এটি কি কোনো নাটকের দৃশ্য, না কি কোনো ফটোশুটের অংশ? যদিও মাহি সরাসরি কিছু জানাননি, তবে ধারণা করা হচ্ছে এটি হয়তো কোনো নাটক বা বিজ্ঞাপনের বিশেষ দৃশ্যের প্রস্তুতির অংশ হতে পারে।

সামিরা খান মাহি

আন্ডারওয়াটার পারফেক্ট শটে মাহি

ভিডিওটি শেয়ার করার পরপরই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিভিন্ন প্ল্যাটফর্মে মাহির সাহসিকতা ও নিষ্ঠার প্রশংসা করছেন ভক্ত-অনুরাগীরা। অনেকে কমেন্ট করে বলছেন, এমন নিখুঁত শটের পেছনে যে প্রচুর পরিশ্রম রয়েছে তা স্পষ্ট। একজন ভক্ত মন্তব্য করেছেন, “পারফেক্ট সব কিছুই অনেক কষ্টের।” আরেকজন লিখেছেন, “মাহির এমন চমৎকার দিকগুলো সবসময়ই আমাদের অবাক করে।”

নানামুখী কাজের মধ্যে থেকেও মাহি যেভাবে নিজেকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি করছেন, তা শুধু অভিনয়ে নয় বরং তার পেশাদার মনোভাব ও দায়বদ্ধতারও পরিচয় বহন করে। শোবিজ অঙ্গনে এমন সততা ও নিষ্ঠা খুব বেশি দেখা যায় না।

সব মিলিয়ে, মাহির এই ‘আন্ডারওয়াটার পারফেক্ট শট’ শুধু একটি ভিডিও নয় এটি হয়ে উঠেছে তার কঠোর পরিশ্রম, সাহস এবং সৃজনশীলতার প্রতীক।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মোদিকে নিয়ে প্রশ্ন তুলে গ্রেপ্তার হওয়ার ঝুঁকিতে গায়িকা নেহা  

ভোজপুরি সংগীতশিল্পী নেহা সিংহ রাঠৌ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে প্রশ্ন তুলে গ্রেপ্তার হওয়ার…
মোদিকে নিয়ে প্রশ্ন তুলে গ্রেপ্তার হওয়ার ঝুঁকিতে গায়িকা নেহা

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন পেছালো

মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আগামী ১৩ জানুয়ারি চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় স্ত্রী সামিরা হকসহ ১১ জনের…
সালমান শাহ হত্যা মামলা

চিড়িয়াখানা বন্ধের দাবি তুলেছেন আরশ খান–সাদিয়াসহ অনেকে

চিড়িয়াখানা বন্ধে তারকারা রাজধানীর মিরপুরে অবস্থিত দেশের জাতীয় চিড়িয়াখানায় ঘটে গেছে এক ভয়ংকর ঘটনা। গত (৫…
চিড়িয়াখানা বন্ধ চান আরশ খান-সাদিয়া ও আরো অনেকেই
0
Share